AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID Update: আবারও বাড়ল করোনায় মৃত্যু! ‘বিপদ কেন্দ্র’ সেই উত্তর ২৪ পরগনা, কলকাতা

Covid-19: গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাটাও নেহাত কম নয়, ৯৮০। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৮০ জন।

COVID Update: আবারও বাড়ল করোনায় মৃত্যু! 'বিপদ কেন্দ্র' সেই উত্তর ২৪ পরগনা, কলকাতা
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 9:18 PM
Share

কলকাতা: গত দু’দিনে করোনায় (Covid19) মৃত্যুর সংখ্যায় সামান্য লাগাম পরানো গিয়েছিল। শনিবার আবারও খসে পড়ল সে আগল। বাংলায় একদিনেই করোনার বলি হলেন ১৩ জন। এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১২৬ জন। রবিবার থেকে রাজ্যজুড়ে আবারও চালু হচ্ছে লোকাল ট্রেন। তার আগে শনিবারের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে কিছুটা হলেও উদ্বেগ বাড়ল।

উল্লেখযোগ্য ভাবে যে দুই জায়গা নিয়ে চিন্তা সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও গত কয়েকদিনের তুলনায় একটা বড় লাফই দিয়েছে মৃত্যু। ১৩ জনের মধ্যে উত্তর ২৪ পরগনাতেই মারা গিয়েছেন ৫ জন (শুক্রবার ছিল ২, বৃহস্পতিবার ছিল ২, বুধবার ছিল ৩)। কলকাতায় সংখ্যাটা ৪ (শুক্রবার ছিল ১, বৃহস্পতিবার ছিল ১, বুধবার ছিল ৪)। দার্জিলিং, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও একজন করে মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়।

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাটাও নেহাত কম নয়, ৯৮০। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৮০ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। পজিটিভিটি রেট ২.০৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ১৩১টি।

এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ:

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

ALL RESULt

অলঙ্করণ অভীক দেবনাথ।

মালদহ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৪ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-৪।

আরও পড়ুন: Gosaba By Election 2021: তিনি নেই, তাই ‘অকাল ভোট’ গোসাবায়! তবু সর্বত্র যেন প্রয়াত তৃণমূল বিধায়কেরই ‘উপস্থিতি’