AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garfa Flat Death: গরফায় পুরুষ সঙ্গীর সঙ্গে লিভ-ইন মাঝবয়সি মহিলার, ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই থ বাড়িওয়ালা

Garfa Flat: ওই মহিলার লিভ-ইন পার্টনারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বছর চল্লিশের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। মৃতার দেহও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে আরও কিছু ধোঁয়াশা কাটবে বলে মনে করা হচ্ছে।

Garfa Flat Death: গরফায় পুরুষ সঙ্গীর সঙ্গে লিভ-ইন মাঝবয়সি মহিলার, ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই থ বাড়িওয়ালা
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 6:12 PM
Share

কলকাতা: গড়ফার এক ফ্ল্যাটে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন করতেন মাঝ বয়সি মহিলা। নর্থ পূর্বাচল রোড এলাকায় একটি আবাসন। সেখানে একতলায় একটি ফ্ল্যাটে বছর চল্লিশের লিভ-ইন পার্টনারের সঙ্গে থাকতেন মহিলা। বুধবার সকালে ওই ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হয় মহিলার দেহ। মৃতার নাম মমতাজ বিবি। বছর আটত্রিশের ওই মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। কী কারণে মৃত্যু? খুন? নাকি আত্মহত্যা? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? তা অবশ্য এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। ওই মহিলার লিভ-ইন পার্টনারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বছর চল্লিশের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। মৃতার দেহও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে আরও কিছু ধোঁয়াশা কাটবে বলে মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন মমতাজ ও তাঁর পুরুষ সঙ্গী। বুধবার সকালে তাঁদের ফ্ল্যাটে এসেছিলেন বাড়িওয়ালা। দরজা বন্ধ ছিল। বাড়িওয়ালা অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাননি। সচরাচর এমন হয় না। তাই সন্দেহ আরও বাড়ে বাড়িওয়ালার। তাঁর কাছে ফ্ল্যাটে ঢোকার ডুপ্লিকেট চাবি ছিল। অনেকক্ষণ ধরে নাম ধরে ডাকাডাকির পরও যখন কোনও কাজ হয় না, তখন সেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন তিনি। আর দরজা খুলে ভিতরে ঢুকতেই একেবারে থ মেরে যান বাড়িওয়ালা। দেখেন, ঘরের মধ্যে মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছেন মমতাজ। নিথর শরীর। কতক্ষণ ধরে মেঝেতে ওভাবে পড়ে ছিল, জানা নেই।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়ফা থানায়। পুলিশ আসে। মমতাজের নড়চড়হীন শরীরটা তখনও মেঝেতে পড়ে। পুলিশকর্মীরা তৎপরতার সঙ্গে মমতাজে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালের চিকিৎসক মমতাজকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খোঁজখবর করে, মমতাজের সেই পুরুষসঙ্গীকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।