চিনা মাঞ্জা চাকায় জড়িয়ে ছিটকে পড়লেন বাইক আরোহী, ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে

Maa Flyover: আগে এক বাইক আরোহীর মৃত্যুও হয়েছিল চিনা মাঞ্জায়। সতর্কতা নিয়েও বিপদ এড়ানো যাচ্ছে না।

চিনা মাঞ্জা চাকায় জড়িয়ে ছিটকে পড়লেন বাইক আরোহী, ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে
মা ফ্লাই্‌ওভার (ফাইল ছবি)
Follow Us:
| Updated on: Jul 01, 2021 | 11:59 AM

কলকাতা: বারবার দুর্ঘটনা আর সতর্কতা সত্ত্বেও ফের চিনা মাঞ্জার জেরেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আবারও মা ফ্লাইওভারে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনার মুখে পড়লেন বাইক আরোহী ও সহযাত্রী। আজ, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে এজেসি বোস রোডের দিকে যাওয়ার পথে। বাইক থেকে ছিটকে পড়ে যান দু’জনেই। আহত হন একজন।

এ দিন এক দম্পতি বাইকে চেপে সায়েন্স সিটি থেকে এসএসকেএমের দিকে যাচ্ছিলেন। এজেসি বোস রোডের দিকে ফ্লাইওভারের কানেকটরের কাছে পড়েছিল একটি চিনা মাঞ্জা। আগে থেকে পড়ে থাকলেও চোখে দেখা যায়নি ওই চিনা মাঞ্জা। চাকায় জড়িয়ে যায় সেই মাঞ্জা। বাইক থেকে ছিটকে পড়ে যান দু’জনেই। বাইক আরোহীর আঘাত তেমন গুরুতর না হলেও সহযাত্রী আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় কর্তব্যরত পুলিশকর্মীরা ও তাঁদের উদ্ধার করেন।

চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা প্রথম নয়। এই মা ফ্লাইওভারেই একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে। এক বাইক আরোহীর গলায় মাঞ্জা জড়িয়ে মৃত্যু পর্যন্ত হয়েছিল। এক বাইক আরোহীর নাক কেটে যায় ওই মাঞ্জায়। বারবার চিনা মাঞ্জার ব্যবহার বন্ধ করার উদ্যোগ নিয়েও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: অধিবেশনের সময়ে বিধানসভায় আসা দর্শকদের আসনে বসতে হবে বিধায়কদের! কেন এমন বন্দোবস্ত?

গত বছর পাঁচ জন পুলিশ কর্মীকে নিয়ে একটি দলও তৈরি করে কলকাতা পুলিশ। একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও চারজন কনস্টেবলকে নিয়ে সেই দল মোতায়েন করা হয় ফ্লাইওভারের বিভিন্ন জায়গায়। প্রয়োজনে উড়ালপুলে পায়ে হেঁটে টহল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।