করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ! জরুরি পরিষেবা ছাড়া রবিবার থেকে রাজ্যে বন্ধ সমস্ত অফিস, বাস-অটো-মেট্রো

কলকাতা: রাজ্যের করোনা (COVID-19) পরিস্থিতি বিবেচনা করে নয়া ঘোষণা সরকারের। আগামী ১৫ দিন কার্যত লকডাউন রাজ্যে। আগামিকাল ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ চালু করা হল। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে বাস, অটো, মেট্রো। অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় মিলবে শর্ত সাপেক্ষে।  শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রবিবার […]

করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ! জরুরি পরিষেবা ছাড়া রবিবার থেকে রাজ্যে বন্ধ সমস্ত অফিস, বাস-অটো-মেট্রো
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: May 15, 2021 | 1:39 PM

কলকাতা: রাজ্যের করোনা (COVID-19) পরিস্থিতি বিবেচনা করে নয়া ঘোষণা সরকারের। আগামী ১৫ দিন কার্যত লকডাউন রাজ্যে। আগামিকাল ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ চালু করা হল। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে বাস, অটো, মেট্রো। অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় মিলবে শর্ত সাপেক্ষে।  শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রবিবার (১৬ মে) সকাল ৬টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে-

* সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

* সব সরকারি-বেসরকারি অফিস-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেবল অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে

* শপিংমল, সুইমিংপুল, রেস্তোরাঁ বন্ধ থাকবে

* আন্তঃরাজ্য বাস পরিষেবা, অটো, মেট্রো বন্ধ থাকবে। ট্যাক্সি পরিষেবা চালু থাকবে এমার্জেন্সি পরিষেবার জন্য। রাজ্যের মধ্যে ট্রাক চলাচল বন্ধ। চিকিৎসা সামগ্রী, অক্সিজেন, খাদ্য সামগ্রী ছাড়া আর কিছুই নিয়ে যাওয়া যাবে না।

* মুদিখানা, খুচরো দোকান, বাজার, যা কিছু নিত্য প্রয়োজনীয় সেগুলি কেবল সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে

* মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে

* ওষুধের দোকান, চশমার দোকান স্বাভাবিক সময় খোলা থাকবে

* রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ বন্ধ থাকবে

* চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্তরকম ছাড় দেওয়া হবে

* চা বাগানে কাজ চলতে পারে ৫০% উপস্থিতিতে, চটকলে তা ৩০%

* ই-কমার্স ক্ষেত্রে সমস্ত পরিষেবা চালু থাকবে

* এটিএম, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ২টো

* বিয়েবাড়িতে ৫০ জনের উপস্থিতির অনুমতি

* সৎকারের ক্ষেত্রে ২০ জনের উপস্থিতির অনুমতি

* রাত ৯টার পর সব কিছু বন্ধ, কেবলমাত্র এমার্জেন্সির ক্ষেত্রে অনুমতি। অর্থাৎ নাইট কার্ফু এ রাজ্যেও