Arpita Mukherjee: অর্পিতার ‘ম্যাজিক টাচ’ বন্ধ এক বছর ধরে, এক সময় এখানে নিয়মিত আসতেন ‘ম্যাডাম’
Arpita Mukherjee: এক সময় পার্লারে নিয়মিত আসতেন অর্পিতা 'ম্যাডাম'। এমনকী এক বছর আগে অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরও খোলা ছিল এই নেইল আর্ট পার্লার। কিন্তু কয়েকদিন পরই ইডি অর্পিতার এই 'সম্পত্তি'র খোঁজ পায়।
কলকাতা: ঠিক এক বছর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। এই অর্পিতারই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা। বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ এলাকার রাস্তা দিয়ে হাঁটলেই চোখে পড়বে একটি ঝাঁ চকচকে বিল্ডিং। যার একেবারে প্রথমতলায় রয়েছে একটি পার্লার। নাম ‘ম্যাজিক টাচ দ্য নেইল প্লেস’ (Magic Touch The Nail Place)। তবে শুধু নখের কারুকার্যই নয়, এখানে গ্যাঁটের কড়ি খসালে চুল, ভ্রুপল্লব কিংবা মুখের ভোলও বদলে দেওয়া হত মেকআপে ঢেকে। এই পার্লারের মালকিন সেই অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত সেই পার্লার সিল করে দিয়েছে ইডি।
এক সময় পার্লারে নিয়মিত আসতেন অর্পিতা ‘ম্যাডাম’। এমনকী এক বছর আগে অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরও খোলা ছিল এই নেইল আর্ট পার্লার। কিন্তু কয়েকদিন পরই ইডি অর্পিতার এই ‘সম্পত্তি’র খোঁজ পায়। তারপর থেকেই বন্ধ। এক বছর ধরে পার্লারের শাটারে লাগানো রয়েছে ইডির নোটিস, পার্লারের সামনে গজিয়েছে গাছ।
গত বছরের ২২ জুলাই হরিদেবপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। রাতভর তল্লাশি, কোটি কোটি নগদ টাকার সন্ধান, বড়সড় কেলেঙ্কারি ছিল সেদিন সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে। শুধু সেদিন কেন, এরপর টানা কয়েক মাস ধরে পার্থ-অর্পিতার সম্পত্তিই শুধু উদ্ধার করে গিয়েছে ইডি। দু’জনই এক বছর ধরে বিচারাধীন বন্দি।