AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arup Biswas: মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়ে অরূপের চিঠি, এবার মুখ্যমন্ত্রীর কোর্টে বল

Kunal Ghosh: মঙ্গলবার সকাল থেকে যুবভারতীকাণ্ডে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনাক্রম তৈরি হয়।  ১, এদিন মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটি রিপোর্ট জমা দেয়। রিপোর্টে  ঘটনার দিন পুলিশের ভূমিকা কী ছিল, কীভাবে ব্যবস্থাপনা সাজানো হয়েছিল, কীভাবে চলছিল নজরদারি, সেই বিষয়ে পুলিশের কাছে জবাব চাওয়া হয়।

Arup Biswas: মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চেয়ে অরূপের চিঠি, এবার মুখ্যমন্ত্রীর কোর্টে বল
মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা চেয়ে চিঠি অরূপেরImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 16, 2025 | 4:07 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রীর কাছে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইচ্ছাপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। এই খবর সামনে আসার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল লিখলেন, ‘অরূপ বিশ্বাসের অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।’

মঙ্গলবার সকাল থেকে যুবভারতীকাণ্ডে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনাক্রম তৈরি হয়।  ১, এদিন মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটি রিপোর্ট জমা দেয়। রিপোর্টে  ঘটনার দিন পুলিশের ভূমিকা কী ছিল, কীভাবে ব্যবস্থাপনা সাজানো হয়েছিল, কীভাবে চলছিল নজরদারি, সেই বিষয়ে পুলিশের কাছে জবাব চাওয়া হয়।

ঘটনাক্রম ২। এরপরই দেখা যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়। শোকজ করা হয় বিধাননগরের কমিশনার মুকেশ কুমারকে।

ঘটনাক্রম ৩। এরপরই সামনে আসে ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাতে লেখা  চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।

ঘটনাক্রম ৪। এর কিছুক্ষণের মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল ঘোষ।

TV9 বাংলাকে ফোনে কুণাল ঘোষ বলেন, “এটা একটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ঘটনা। মুখ্য়মন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন।  ১৯৯৬ সালে ইডেনে ভারত শ্রীলঙ্কা ম্যাচের তাণ্ডবের পরও  সিপিএমের কেউ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একটা পুলিশি তদন্ত, অন্যটা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত। শোকজ করা হয়েছে ডিজিকে।” কুণালের কথায়, “এই তদন্ত যাতে নিরপেক্ষভাবে চলতে পারে, সেকারণে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়েছেন অরূপ বিশ্বাস। যুবভারতীর ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতেই পারে। তবে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণেই রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী।”

যুবভারতীতে মেসি দেখতে না পাওয়া দর্শকদের ক্ষোভ যেভাবে সেদিন আছড়ে পড়েছিল স্টেডিয়ামে, তখনই সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি। অভিযোগ ওঠে, তিনি মেসির সঙ্গে যেভাবে ছবি তুলেছিলেন, যেভাবে মাঠ পরিদর্শন করেছিলেন, এবং সেখানে যেভাবে  তাতে দর্শকদের মেসি দর্শনে সমস্যা হয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, ১৩ ডিসেম্বর ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষোভ প্রকাশ করে অরূপ বিশ্বাসকে বলেছিলেন সামলাতে না পারলে যেন পদ ছেড়ে দেন! আর তারপরই দেখা যায় অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে অব‍্যাহতি চাইছেন। তবে এখনও সেটি গৃহীত হয়েছে কি না তা সরকারি ভাবে স্বীকার করা না হলেও কুণাল ঘোষ দাবি করেছেন মুখ্যমন্ত্রী ইস্তফা গ্রহণ করেছেন।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে