‘কেন্দ্রের বাঁধ তৈরির টাকা নিয়ে নয়ছয় করেছে রাজ্য’, রাজীবের সমর্থনে সুর চড়ল দিলীপের
আয়লার পর কেন্দ্রের তরফে যে টাকা এসেছিল তাতে কংক্রিটের বাঁধ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু তেমনটা হয়নি বলেই এ দিন দাবি করেছেন দিলীপবাবু।
কলকাতা: ইয়াসের প্রকোপে কার্যত বানভাসী হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একাংশ। অসংখ্য বাঁধ ভাঙার কারণে ভেসে গিয়েছে কয়েকটি গ্রাম। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে জোরাল তোপ দেগেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাঁধ মেরামতিতে পুরোপুরি ব্যর্থ রাজ্য সরকার। বাঁধ তৈরির টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে।
দিলীপের অভিযোগ, রাজ্য সরকারের নেতা এবং বিধায়কদের প্রচ্ছন্ন মদতে ও তাঁদের সহযোগিতায় এই নয়ছয় করা হচ্ছে। যেখানে নির্মাণকাজ করার ক্ষেত্রে নিষেধ রয়েছে সেখানে বেআইনিভাবে বাড়ি-ঘর তৈরি করা হয়েছে। আয়লার পর কেন্দ্রের তরফে যে টাকা এসেছিল তাতে কংক্রিটের বাঁধ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু তেমনটা হয়নি বলেই এ দিন দাবি করেছেন দিলীপবাবু।
শুধু তাই নয়, বাঁধ তৈরির কাজ নিয়ে প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সক্রিয় হওয়ার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে কটাক্ষ করেন তিনি। পরে দু’জন সুন্দরবন মন্ত্রীর পদে এলেও তাঁরা কোনও কাজ করেননি, এমনটাও অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপের আরও সংশয়, “আমফানের ত্রাণের টাকা এখনও সদ্বব্যবহার হয়নি। এ বারের টাকা এলেও তা কীভাবে ব্যবহার হবে এটা নিয়ে আমাদের সন্দেহ আছে।”
আরও পড়ুন: ‘দুয়ারে ত্রাণ’ নিয়ে যাচ্ছে রাজ্য, আপাতত বরাদ্দ ১০০০ কোটি, জানালেন মমতা
এ দিন দিলীপ ঘোষ আরও দাবি করেন, “ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারের কোনও প্রশংসা করিনি। সবাই মিলে কাজ করতে বলেছি। আমরা চাই, স্থায়ীভাবে কেন্দ্রের টাকায় রাজ্যে কাজ হোক। আমি কাল থেকে জেলা সফরে যাব। আমার লোকসভা কেন্দ্রে কী অবস্থা দেখতে যাব।”
আরও পড়ুন: সাইক্লোন কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে