রেলিং ভেঙে খালে পড়ল বাস, যাত্রীদের আর্তনাদ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। রেলিং ভেঙে খালে পড়ল বাস। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজারহাটের খাড়োয়া খাল এলাকায়। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের অভিযোগ, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারান। তখনই খড়িবাড়ি হাড়োয়ার খালে যাত্রী বোঝাই বাসটি পড়ে যায়। অনেকে বলছেন, রেষারেষি করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজারহাট থানার পুলিশ। দুর্ঘটনায় ৪০ জনের বেশি যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। রেলিং ভেঙে খালে পড়ল বাস। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজারহাটের খাড়োয়া খাল এলাকায়। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের অভিযোগ, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারান। তখনই খড়িবাড়ি হাড়োয়ার খালে যাত্রী বোঝাই বাসটি পড়ে যায়। অনেকে বলছেন, রেষারেষি করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজারহাট থানার পুলিশ। দুর্ঘটনায় ৪০ জনের বেশি যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
