Calcutta High Court: ‘প্রেস্টিজিয়াস প্রজেক্ট’, রাজ্যের যুক্তি আর শুনবে না হাইকোর্ট, দিনক্ষণ জানানোর নির্দেশ আদালতের
Kolkata Metro: চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জোড়া হলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসে গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। সেই কাজ হয়নি এখনও।

কলকাতা: চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে জটিলতা জিইয়ে রয়েছে এখনও। সম্প্রতি ওই প্রজেক্টের কাজের জন্য রাজ্যকেই দোষ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্য সরকারকেই পদক্ষেপ করতে বলেছেন তিনি। এবার সেই চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের বৈঠক হওয়ার পরও কেন কিছু কার্যকর হল না? সেই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
ট্রাফিক ব্লক করে কাজ করতে হবে, আর সেই কারণটাকেই তুলে ধরল রাজ্য। রাজ্যের পক্ষ থেকে এজি আদালতে বলেন, “যে জায়গায় ব্লক করা হবে, সেখানে সবচেয়ে অসুবিধার বিষয় হল, অ্যাম্বুল্যান্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না।” এ কথা শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “এটা একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট। তৈরি হলে রাজ্যেরই মানুষের সুবিধা হবে। অথচ আপনারা ট্রাফিক ব্লকের কারণ দেখাচ্ছেন?”
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য, “যে সমস্যার কথা বলছেন, সেটা রাজ্য এতদিনে অনুধাবন করল? নিশ্চয়ই নয়? এটা তো যে কোনও সময়ই হবে। যখনই এই কাজ হোক, তখনই এমন সমস্যা হবে। তাই বলে এমন প্রজেক্ট আটকে থাকবে?” আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে আদালতকে ডেট বা দিনক্ষণ জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যের নতুন যুক্তি আদালত শুনবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আগে ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যবস্থা করতে পদক্ষেপ করতে হবে রাজ্যকে।
চিংড়িঘাটা এলাকায় ৩৬৬ মিটার না জোড়া হলে অরেঞ্জ লাইনের কাজ শেষ হচ্ছে না। সেই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে সব পক্ষ বৈঠকে বসে গত ৯ সেপ্টেম্বর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, উৎসবের মরশুম মিটে গেলে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতে ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। সিদ্ধান্তে সায় দেয় কলকাতা হাইকোর্ট। তারপরও সেই কাজ হয়নি।
