SSKM-এর বেডে বসে গল্প বানাচ্ছেন কালীঘাটের কাকু: ED
ED: এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন, 'দু'টো তাৎপর্যপূর্ণ বিষয় আছে। একটি চ্যানেল একটা স্টিং অপারেশন করেছে। যেখানে দেখা যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র সোফায় বসে আছেন, পা নাড়াচ্ছেন, হাসছেন। ৮ নভেম্বর এই খবর প্রকাশ হয়েছে। সেই ফুটেজ চেয়ে পাঠানোর নির্দেশ দিক আদালত।'
কলকাতা: কলকাতা হাইকোর্টেও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা প্রশ্নের মুখে। এর আগে বারবার ইডি প্রশ্ন তুলেছে, কালীঘাটের কাকু কতটা অসুস্থ সেটাই তাদের কাছে স্পষ্ট নয়। অথচ তারা কোনওভাবেই কাকুর কণ্ঠের নমুনা নিতে সফল হচ্ছে না। শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় আরও একবার সে প্রশ্নই উঠল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। কাকুর অসুস্থতাকে ‘বানানো গল্প’ বলেই মনে করছে ইডি। সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা জানিয়ে এবং কেন তাঁকে জামিন দেওয়া যাবে না, সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে।
এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন, ‘দু’টো তাৎপর্যপূর্ণ বিষয় আছে। একটি চ্যানেল একটা স্টিং অপারেশন করেছে। যেখানে দেখা যাচ্ছে সুজয়কৃষ্ণ ভদ্র সোফায় বসে আছেন, পা নাড়াচ্ছেন, হাসছেন। ৮ নভেম্বর এই খবর প্রকাশ হয়েছে। সেই ফুটেজ চেয়ে পাঠানোর নির্দেশ দিক আদালত।’
যদিও কালীঘাটের কাকুর তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, বাইপাস সার্জারি হওয়ার পর তাঁকে যেদিন জেলে পাঠানো হল, তাঁর বমি শুরু হয়। মেডিকেল গ্রাউন্ডে তাই তাঁকে জামিন দেওয়া হোক। এদিন ইডির তরফে বলা হয়, ‘আদালতের নির্দেশের পরও আজ পর্যন্ত আমরা ভয়েস স্যাম্পেল টেস্ট করতে পারিনি। যেদিন ভয়েস স্যাম্পেল নেওয়ার ছিল, আগের দিন রাতে কাকুকে শিফট করে দেওয়া হলো আইসিইউয়ে। অসুস্থতা বানানো গল্প। উনি সুস্থ আছেন।’ আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি।