Naushad Siddiqi: বাইপাসে রেষারেষি, গাড়ি থেকে নেমে আসেন নওশাদ, জামিন অযোগ্য ধারায় হল মামলা
Naushad Siddiqi: এই বিষয়ে নওশাদ জানান, মঙ্গলবার তিনি জয়নগর যাচ্ছিলেন। সেই সময় দেখেন তাঁর কনভয়ের গাড়িকে বারবার চেপে দেওয়ার চেষ্টা করছে একটি গাড়ি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
কলকাতা: অস্বস্তিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়কের চালকের বিরুদ্ধে মামলা হল জামিন অযোগ্য ধারায়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে বিধায়কের চালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তাঁর দাবি, রেজিস্ট্রারের গাড়ির চালক যেভাবে গাড়ি চালাচ্ছিলেন তাতে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে বিধায়ক নিজেও নেমে পড়েছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। দুপুর ২ টো ৫৬ মিনিট নাগাদ দুই গাড়ির রেষারেষি চলে। পরে ধাক্কা লাগে বলে অভিযোগ। ইএম বাইপাসের ওপর দিয়ে গাড়ি যাচ্ছিল অত্যন্ত দ্রুত গতিতে। কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ি দুটি। গাড়ি থেকে নেমে নওশাদের গাড়ির চালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রেজিস্ট্রারের চালক। হাতাহাতিও হয় বলে অভিযোগ। বিধায়কের নিরাপত্তারক্ষী বিচারকের চালককে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে নওশাদ জানান, মঙ্গলবার তিনি জয়নগর যাচ্ছিলেন। সেই সময় দেখেন তাঁর কনভয়ের গাড়িকে বারবার চেপে দেওয়ার চেষ্টা করছে একটি গাড়ি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিধায়ক আরও জানান, তাঁর গাড়ির পিছন থেকে ওভারটেক করে এসে সামনে দাঁড়ায় ওই গাড়িটি। সেই সময় আতঙ্কিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন নওশাদ। অন্য গাড়িতে ছিলেন এক ব্যক্তি ও এক মহিলা। তাঁদের ডেকে বিধায়ক জানান, তাঁদের গাড়ির চালক যেভাবে গাড়ি চালাচ্ছিলেন, তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে ওই ঘটনার পর যে মামলা হয়েছে, তা তিনি জানেন না বলেই দাবি করেছেন নওশাদ।