Election Commission: হঠাৎ কেন বাড়ানো হল মনোজ আগরওয়ালের নিরাপত্তা?
CEO দফতরে দফায় দফায় তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভের জের। নিরাপত্তায় এবার মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বস্তুত, এই মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কম ক্ষোভ উগরে দেয়নি তৃণমূল। ইচ্ছাকৃত ভাবে বাংলার নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিল এ রাজ্যের শাসকদল। এই আবহের মধ্যেই মনোজ আগরওয়ালকে নিরাপত্তা।
CEO মনোজ আগরওয়ালকে এবার Y+ নিরাপত্তা, মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। CEO মনোজ আগরওয়ালকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা। CEO দফতরে দফায় দফায় তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভের জের। নিরাপত্তায় এবার মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বস্তুত, এই মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কম ক্ষোভ উগরে দেয়নি তৃণমূল। ইচ্ছাকৃত ভাবে বাংলার নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিল এ রাজ্যের শাসকদল। এই আবহের মধ্যেই মনোজ আগরওয়ালকে নিরাপত্তা।
Published on: Dec 27, 2025 05:28 PM
Latest Videos
ইউনূসের উপর ক্ষোভ বাড়ছে বাংলাদেশেই, কী পরিণতি হতে চলেছে?
৭৭৮ মাইক্রো অবজার্ভারকে শোকজ, কেন কড়া কমিশন?
২ পুত্র, মা, বোনকে হিয়ারিংয়ে ডাক, তৃণমূল সাংসদ কাকলি বললেন...
রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের, কী হবে এবার?

