Chandranath Sinha: মিলল রাজ্যপালের অনুমোদন, নিয়োগ দুর্নীতিতে আদালতে আত্মসমপর্ণের নির্দেশ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে
Chandranath Sinha: ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। চলতি মাসের শুরুতে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার আদালতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরই তৎপর ইডি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী ১২ সেপ্টেম্বর ইডি আদালতে সশরীরে উপস্থিত থেকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তাঁর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। এই টাকার উৎস কী, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। চলতি মাসের শুরুতে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
কিন্তু এতদিন বিষয়টি আটকে ছিল, কারণ রাজভবন থেকে চার্জশিটের অনুমোদনের নথি হাতে পাচ্ছিল না ইডি। আর তাতেই আটকে ছিল বিচারপ্রক্রিয়া। আদালতে ইডি দাবি করেছিল, রাজ্যপালের অনুমোদন না মেলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় পর সেই জটিলতা কাটে, আর তারপরই তৎপর ইডি। রাজভবনের অনুমোদন মিলে যায়।
এরপর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ায় আর কোনও বাধা থাকল রইল না ইডি-র কাছে। এর আগে দুবার ইডি-র তলব এড়িয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। দিন কয়েক আগে তদন্তকারীদের মুখোমুখি হন চন্দ্রনাথ। এবার আদালতে হাজিরার নির্দেশ।

