Mamata Banerjee injured in Nandigram: বারবার অনুরোধ করে ছুটি নিয়েছেন মমতা, থাকতে হবে সাবধানে

শুক্রবার সন্ধ্যা ঠিক ৭ টায় ছুটি পান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হুইল চেয়ারেই বের হন হাসপাতাল থেকে। এরপর গাড়ির সামনের আসনে বসে কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Mamata Banerjee injured in Nandigram: বারবার অনুরোধ করে ছুটি নিয়েছেন মমতা, থাকতে হবে সাবধানে
হাসপাতাল থেকে ছুটি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 8:20 PM

কলকাতা: দু’ রাত এসএসকেএম হাসপাতালে কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় ছুটি পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তাঁর অনুরোধেই এক প্রকার ছুটি দিতে বাধ্য হন চিকিৎসকরা। তবে মমতাকে অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। বেধে দিয়েছেন রুটিন। দিয়েছেন বেশ কিছু পরামর্শও। আপাতত সেগুলি মেনেই চলতে হবে মুখ্যমন্ত্রীকে।

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যথা সম্ভব বিশ্রাম নিতে বলেছেন। বাঁ পায়ের উপর যেন কোনও রকম চাপ না পড়ে সেদিকে বারংবার খেয়াল রাখতে বলেছেন। যে পায়ে আঘাত তা যেন বেশিক্ষণ ঝুলিয়ে না রাখেন, সে কথাও হাসপাতালের তরফে বলে দেওয়া হয়েছে। ভোটের প্রচারে গেলেও সঙ্গে রাখতে বলা হয়েছে হুইল চেয়ার। সাতদিন পর আবারও জখম পা দেখবেন ডাক্তাররা। তারপরই পরবর্তী পদক্ষেপ জানাবেন।

আরও পড়ুন: এখনই টোকেন নয়, সিদ্ধান্ত নিয়েও পিছু হঠল মেট্রো!

রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালে কর্মরত অস্থি বিভাগের বিভাগীয় প্রধানদের একাংশ জানাচ্ছেন, বিশ্রাম কতদিনের তা বাঁ পায়ের গোড়ালির ক্ষতস্থানের গভীরতার উপর নির্ভর করছে। তবে কমপক্ষে দু’সপ্তাহ জখম পায়ের বিশ্রাম দরকার। মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসকের কথায়, “এ ধরনের পরিস্থিতিতে রোগী যখন ভিভিআইপি হন, তখন তাঁর মতামতকেও প্রাধান্য দেওয়া ছাড়া উপায় থাকে না।”

এদিকে তৃণমূলের অন্দরের যা খবর, তা পরের সপ্তাহ থেকেই হয়তো ফের ময়দানে নেমে পড়বেন তৃণমূল সুপ্রিমো। ভোট প্রচারে জেলায় জেলায় সফর শুরু করবেন তিনি। তবে সে প্রচার হয়ত হুইল চেয়ারে বসেই করতে হবে মমতাকে। এদিনও হুইল চেয়ারে বসেই হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।