AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Update: ফের ৭০০ পার! উদ্বেগ বাড়িয়ে আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা

Corona Update: নমুনা পরীক্ষা বাড়তেই বাড়ল আক্রান্তের সংখ্যা। পজিটিভিটি রেট ২ শতাংশ।

Corona Update: ফের ৭০০ পার! উদ্বেগ বাড়িয়ে আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা
বাংলায় ফের বাড়ল করোনা সংক্রমণ। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Nov 24, 2021 | 12:40 AM
Share

কলকাতা : গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি ফিরেছিল বাংলায়। আক্রান্তের সংখ্যা নেমেছিল ৬১৫ তে। ২৪ ঘণ্টা পর ফের বাড়ল সেই সংখ্যা। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্য়া ফের ৭০০ পার করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭২০ জন। মৃতের সংখ্যা কিছুটা কমেছে গতকালের তুলনায়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এক দিনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন।

আজও পজিটিভিটি রেট ছিল ২ শতাংশ, গতকালের তুলনায় কিছুটা কম। সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯১৪। নমুনা পরীক্ষা  বাড়তেই আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল নমুনা পরীক্ষা হয়েছিল ২৬ হাজার ৩০৬টি। পজিটিভি রেট ছিল ২.৩৪ শতাংশ।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৩ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।।

বীরভূম– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১০ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-১।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০২ জন। মৃত্যু: সোমবার-৫, মঙ্গলবার-৪।