AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun and Salim: ‘বৈঠক ফলপ্রসূ’, হুমায়ুনের সঙ্গে জোট কি তবে হচ্ছেই CPM-এর?

CPM News: বুধবার একটি হোটেলে সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ হয়েছে বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে হুমায়ুন জানিয়েছেন। সূত্রের খবর, মিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা বা বৈঠক কোন পথে যাবে তা এগিয়ে নিয়ে যেতে আগামী সপ্তাহে হায়দ্রাবাদ যাবেন ভরতপুরের বিধায়ক।

Humayun and Salim: 'বৈঠক ফলপ্রসূ', হুমায়ুনের সঙ্গে জোট কি তবে হচ্ছেই CPM-এর?
হুমায়ুন কবীর এবং মহম্মদ সেলিমImage Credit: Tv9 Bangla
| Updated on: Jan 29, 2026 | 10:42 AM
Share

সৌরভ গুহ ও কৌস্তভ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট

কলকাতা: টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে বৈঠকে বসেছেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, প্রাথমিক ভাবে জোটের স্ট্র্যাটেজি এবং আসনের রফা নিয়েই বৈঠক হয়েছে। মুর্শিদাবাদের আসন নিয়েও জোর আলোচনা হয়েছে বৈঠকে। তবে এই জোট নিয়ে দলের অন্দরে কথা বলবেন সেলিম। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, মহাজোট হলে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ৬টি আসন সিপিএমকে ছাড়তে রাজি হুমায়ূন। কংগ্রেসকেও ছাড়বেন ৬টি আসন। তবে মুর্শিদাবাদের বাকি ১০টি আসনে লড়তে চায় হুমায়ূনের দল জনতা উন্নয়ন পার্টি এমনটাই খবর সূত্রের। হুমায়ুন বলেন, “মিটিং হয়েছে। সদার্থক মিটিং হয়েছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর বাইরে কিছু বলব না। একটা শাসকদল শোষকে পরিণত হয়েছে। তাঁদের পরাজিত করতে যাঁরা যাঁরা হাত মেলাবে তাঁদের সকলকে আহ্বান। তাঁদের সঙ্গে কোনও ইগো নেই।”

বুধবার একটি হোটেলে সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ হয়েছে বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে হুমায়ুন জানিয়েছেন। সূত্রের খবর, মিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা বা বৈঠক কোন পথে যাবে তা এগিয়ে নিয়ে যেতে আগামী সপ্তাহে হায়দ্রাবাদ যাবেন ভরতপুরের বিধায়ক। সেখানে গিয়ে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠক করবেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। জানা যাচ্ছে, ১০ ফেব্রুয়ারির মধ্যে মিমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের দাবি মালদা এবং মুর্শিদাবাদ এ বেশ কয়েকটি আসনে লড়বে মিম। এ নিয়ে হুমায়ূনের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আসাউদ্দিন ওয়েসি। তবে মিম নিয়ে আপত্তির কথা হুমায়ূনকে জানিয়েছেন সেলিম বলে খবর সূত্রের।

গত ডিসেম্বর মাসে জনতা ইউনাইটেড পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন। সেই সময় তিনি ঘোষণা করেছিলেন, একাই শতাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। দল গঠনের দিনই মঞ্চ থেকে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি। পরে হুমায়ুন বলেছিলেন, সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী তিনি। এবার সেলিমের সঙ্গে আলোচনায় সেই পথই প্রশস্ত হল কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।