AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিন দিনে ৫০০ থেকে ৮০০-তে লাফ! রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনা

আক্রান্তের নিরিখে এদিন রেকর্ড তৈরির ধারা অব্যাহত রেখেছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাও। কলকাতায় আক্রান্ত হয়েছেন ২৯৪ জন।

তিন দিনে ৫০০ থেকে ৮০০-তে লাফ! রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনা
প্রতীকী চিত্র।
| Updated on: Mar 27, 2021 | 11:04 PM
Share

কলকাতা: একদিনে রেকর্ড কোভিড (Coronavirus) আক্রান্তের সংখ্যায় হ্যাটট্রিক করল বাংলা (West Bengals)। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, শনিবার একদিনে ৮১২ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। বৃহস্পতিবার ৫১৬ জন কোভিড পজিটিভ হয়েছিলেন। ৭২ ঘণ্টার ব্যবধানে ৫০০ থেকে ৮০০-র কোঠা পার করে ফেলল ২৪ ঘণ্টায় করোনা পজিটিভের পরিসংখ্যান। নতুন করে মৃত্যু হয়েছে আরও দুজনের।

আক্রান্তের নিরিখে এদিন রেকর্ড তৈরির ধারা অব্যাহত রেখেছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাও। কলকাতায় আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা ১৮০ জন। সংক্রমণের ঊর্ধ্বমুখী ছবি হাওড়া, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষেত্রেও লক্ষ্য করা গিয়েছে। হাওড়ায় ৬৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৬ এবং বীরভূমের রামপুরহাটের হাত ধরে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন। পশ্চিম বর্ধমানে এদিন আক্রান্ত হয়েছেন ৪১ জন।

আরও পড়ুন: করোনাকে কাবু করতে কেন্দ্রের ৫ দাওয়াই, ১২ রাজ্যকে অনুসরণের নির্দেশ

সংক্রমণ রুখতে কনট্যাক্ট ট্রেসিংয়ের উপরে জোর দিচ্ছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষ প্রথম পর্যায়ের মতো মাস্কের ব্যবহার করলে এই ছবির বদল সম্ভব। যদিও বাস্তবে সচেতনতার অভাবের ছবিটাও ভাবাচ্ছে স্বাস্থ্য ভবনকে। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৬০৮। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৩৩২।

আরও পড়ুন: পাঁচ মৌ চুক্তি, সঙ্গে মিতালী এক্সপ্রেস, নমোর বাংলাদেশ সফরে আরও কী কী পেল ভারত?