Doctor’s Protest: হাতে প্রতীকী শিরদাঁড়া-গোলাপ, লালবাজার অভিযানে ডাক্তাররা

RG Kar: চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। প্রতিবাদে দেখা যাচ্ছে অভিনবত্বও। হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে হাঁটছেন জুনিয়র ডাক্তাররা। হাতে রয়েছে গোলাপ ফুলও, রয়েছে পোস্টার। মিছিল থেকে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে।

Doctor's Protest: হাতে প্রতীকী শিরদাঁড়া-গোলাপ, লালবাজার অভিযানে ডাক্তাররা
প্রতীকী শিরদাঁড়া ও গোলাপ হাতে মিছিলে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2024 | 4:28 PM

কলকাতা: তিলোত্তমা ধর্ষণ-খুনের প্রতিবাদে সোমবার লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে এগিয়ে যায় তাঁদের। আরজি করকাণ্ডের তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের মুখে। এদিকে মিছিল আটকাতে তৈরি লালবাজারও। ফিয়ার্স লেনে তৈরি হয়েছে ব্যারিকেড। শিকলে তালা বেঁধে তৈরি হয়েছে ব্যারিকেড। ডিএ আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চও যোগ দিয়েছে এই মিছিলে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। প্রতিবাদে দেখা যাচ্ছে অভিনবত্বও। হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে হাঁটছেন জুনিয়র ডাক্তাররা। হাতে রয়েছে গোলাপ ফুলও, রয়েছে পোস্টার। মিছিল থেকে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে।

এই মিছিলের জেরে কার্যত স্তব্ধ বিবি গাঙ্গুলি স্ট্রিট। বউবাজারে বজ্র আঁটুনি। মিছিল রুখতে লাঠি-ঢাল হাতে পুলিশ। ফিয়ার্স লেনে ৯ ফুটের ব্যারিকেড। লালবাজার কার্যত দুর্গের রূপ নিয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য, “শুরু থেকেই আমরা পুলিশের নিষ্ক্রিয়তা দেখেছি। ঘটনাক্রম দেখলেও বোঝা যাবে, পুলিশি কার্যকলাপে বহু গরমিল রয়েছে। রাজ্যই সুপ্রিম কোর্টে সেই ঘটনাক্রম দিয়েছে। ১৪ তারিখ রাতেও আরজি করে যে ভাঙচুর হয়েছে, সেখানেও পুলিশি নিষ্ক্রিয়তা ছিল। তিলোত্তমার পরিবারের প্রতিও পুলিশের ব্য়বহার ঠিক ছিল না।” প্রতিবাদে গোলাপ কেন? আন্দোলনকারীদের দাবি, ভুল ভাঙানোর জন্য। তাঁরা বলছেন, কর্তৃপক্ষ আন্দোলনকারী চিকিৎসকদের দুষ্কৃতী বা বহিরাগত ভাবছে। তাদের এই ভুল ভাঙাতেই হাতে গোলাপ।

অন্যদিকে আজ বিজেপির জেলাশাসক দফতর ঘেরাও কর্মসূচি চলছে। জেলায় জেলায় এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রায়গঞ্জের কর্ণজোড়া, কোচবিহার, বীরভূম থেকে অশান্তির খবর এসেছে।