School: ৪ হাজারের বেশি শিক্ষক থাকবেন না স্কুলে, কী হবে পড়াশোনার?
সমস্যা মেটাতে পাশের স্কুল থেকে শিক্ষকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা বিভাগের। উল্লেখ্য, 'SIR হল ফুলটাইম জব!' এ দিন আরও একবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের এই বিজ্ঞপ্তি বিএলও-দের কাছে জেলাশাসকরা পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপাতত স্কুলে যেতে হবে না বলে আশাবাদী বিএলও-রা। SIR-এর সময়ে অন ডিউটির দাবির মধ্যেই নতুন নির্দেশ দিয়েছে কমিশন।
SIR আবহে বাংলার স্কুলগুলো গভীর সঙ্কটের মধ্যে পড়েছে। প্রায় চার হাজারের বেশি স্কুল শিক্ষক শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এত জন শিক্ষক না থাকলে কীভাবে চলবে স্কুলগুলি? ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে দেখা যাচ্ছে, অনেক স্কুলে একজনই শিক্ষক আছেন। সেই একজনকেই যেতে হচ্ছে বিএলও-র কাজে। এই যদি চলতে থাকে তাহলে লাটে উঠবে পড়াশোনা। সমস্যা মেটাতে পাশের স্কুল থেকে শিক্ষকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা বিভাগের। উল্লেখ্য, ‘SIR হল ফুলটাইম জব!’ এ দিন আরও একবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের এই বিজ্ঞপ্তি বিএলও-দের কাছে জেলাশাসকরা পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপাতত স্কুলে যেতে হবে না বলে আশাবাদী বিএলও-রা। SIR-এর সময়ে অন ডিউটির দাবির মধ্যেই নতুন নির্দেশ দিয়েছে কমিশন।
