তদন্তে গতি আনতে এবার সিকিম-সহ চার রাজ্যে সাব-জোনাল অফিস ইডির
ইডি (ED) সূত্রে খবর, এতদিন দিল্লি থেকে এইসব অপরাধের তদন্ত করা হত। তবে এবার নানা রাজ্যে ইউনিট খোলা হল, যাতে তদন্তে গতি আসে।
কলকাতা: সিকিম ঘুরে বেআইনি লটারি ব্যবসার টাকা বিদেশে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এমনকী সে টাকা চিন অবধি পৌঁছয় বলেও অভিযোগ। লাল ফৌজের দেশে ব্যবসায় খাটানো হয় ভারতের টাকা। বিদেশ থেকেও এ দেশে চোরা পথে নাকি টাকা ঢোকে। এই সমস্ত অভিযোগের সহজে কিনারা পেতে এবার সিকিমে সাব-জোনাল অফিস খুলতে চলেছে ইডি। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে অফিস নেওয়ার। কলকাতা থেকে সিকিমের অফিসের নিয়ন্ত্রণ করা হবে। একজন ডেপুটি ডিরেক্টর এই জোনাল অফিসের দায়িত্বে থাকবেন।
শুধু সিকিম নয়, ইডি সাব-জোনাল অফিস খুলছে গুয়াহাটি, নাগাল্যান্ড, আগরতলাতেও। মায়ানমার থেকে মাদক পাচার, নেপাল থেকে নারীপাচারের অভিযোগ নতুন নয়। এমনকী জঙ্গি সংগঠনগুলিকেও টাকা জোগানের অভিযোগ ওঠে এই পথ ধরে। নজরদারির ফাঁক ফোকর গলে অধিকাংশ সময়ই রক্ষা পেয়ে যায় অপরাধীরা। সেই অপরাধীদের কিনারা পেতেই সাব-জোনাল অফিস খোলার পরিকল্পনা কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার।
আরও পড়ুন: ‘কোভিড বিধিভঙ্গই ডেকে আনবে তৃতীয় ঢেউ’, কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিস দিল্লি হাইকোর্টের
ইডি সূত্রে খবর, এতদিন দিল্লি থেকে এইসব অপরাধের তদন্ত করা হত। তবে এবার নানা রাজ্যে ইউনিট খোলা হল, যাতে তদন্তে গতি আসে। প্রত্যেক ইউনিটে চারজন করে অফিসার থাকবেন। কলকাতা ছাড়াও গুয়াহাটি থেকে একজন জয়েন্ট ডিরেক্টর দায়িত্বে থাকবেন বলে সূত্রের খবর। যদিও সিকিম অফিসের দেখভাল হবে কলকাতা থেকেই।