SIR in Bengal: প্রকাশের আগেই কমিশনের এই অ্যাপে দেখা যাচ্ছে SIR-র খসড়া তালিকা
Bengal SIR Draft List: গত কয়েকদিন ধরেই খসড়া তালিকা তৈরির কাজে নির্বাচন কমিশনের দফতরে চূড়ান্ত ব্যস্ততা। বাংলায় ভোটার পরিমার্জন প্রক্রিয়ার এটাই প্রাথমিক তালিকা। যা নিয়ে একাংশের মনে সংশয় এবং ভীতির অভাব নেই। চিন্তায় কমিশনের আধিকারিকরাও। নাম-তথ্য়ের গরমিল করে যাতে কোনও ভোটার; তালিকায় প্রবেশ করতে না পারেন সেই দিকেই নজর দিয়েছে তাঁরা।

কলকাতা: আনুষ্ঠানিক ভাবে খসড়া তালিকা প্রকাশের সময় এখনও হয়নি। কমিশন জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বাংলার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা প্রকাশিত হতে পারে। কিন্তু তার আগেই যে খসড়া তালিকা দেখা যাচ্ছে না, এমনটা নয়। প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা আগে থেকেই দেখা যাচ্ছে এই খসড়া তালিকা। দেখতে পাচ্ছেন বুথ স্তরীয় আধিকারিক বা বিএলও-রা।
সংবাদসংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, বিএলও-দের জন্য প্রদত্ত অ্য়াপেই দেখা যাচ্ছে অপ্রকাশিত খসড়া তালিকা। সোমবার থেকেই খসড়া তালিকা বিএলও-দের হাতে তুলে দিয়েছে কমিশন। যে কোনও প্রকার ভুল-ভ্রান্তি তাঁরা যাতে আগেই ধরে ফেলতে পারেন এবং পুনরায় গোটা তালিকাটি যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যেই রাজ্যেও বিএলও-দের হাতে আগাম খসড়া তালিকা তুলে দিয়েছে নির্বাচন কমিশন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘মঙ্গলবার জনসাধারণের জন্য খসড়া তালিকা প্রকাশ করা হবে। কিন্তু বিএলও-দের হাতে সেই খসড়া তালিকা আগের দিনই তুলে দেওয়া হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা সিইও ওয়েবসাইট থেকেই সেই তালিকা দেখে নিতে পারবেন। এছাড়াও ECINET মোবাইল অ্য়াপে তালিকা দেখার ব্যবস্থা থাকছে।’
গত কয়েকদিন ধরেই খসড়া তালিকা তৈরির কাজে নির্বাচন কমিশনের দফতরে চূড়ান্ত ব্যস্ততা। বাংলায় ভোটার পরিমার্জন প্রক্রিয়ার এটাই প্রাথমিক তালিকা। যা নিয়ে একাংশের মনে সংশয় এবং ভীতির অভাব নেই। চিন্তায় কমিশনের আধিকারিকরাও। নাম-তথ্য়ের গরমিল করে যাতে কোনও ভোটার; তালিকায় প্রবেশ করতে না পারেন সেই দিকেই নজর দিয়েছে তাঁরা। এখনও পর্যন্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ৫৮ লক্ষ ভোটার। শুনানির জন্য ডাকা হতে পারে ৩০ লক্ষ ভোটারকে। কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী —
- মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২
- নিখোঁজ ভোটার: ১২ লক্ষ ২০ হাজার ০৩৮
- স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৮ হাজার ০৭৬
- ভুয়ো ভোটার: ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮
- অন্যান্য: ৫৭ হাজার ৬০৪
- মোট: ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮
