কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মাইক্রো অবজারভারদের থাকায় হিয়ারিংয়ে কোন ওয়েব ক্যাম বা সিসিটিভি থাকবে না। আগামী ২৪ ডিসেম্বর মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেবে কমিশন। জানা যাচ্ছে, ভাল কাজের জন্য ৬০০ জন বিএলও-কে সম্মান দেবে কমিশন। ইতিমধ্যেই আবার শোকজ করা AERO-দের ডেকে পাঠিয়েছে কমিশন।