Humayun Kabir: বাবরি মসজিদে বাধা দিচ্ছে শাসক দলই! মমতার সফরের আগেই বিস্ফোরক হুমায়ুন
Humayun Kabir on Babri Masjid: ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন। তিনি বলেছেন, "৬ তারিখ বাবরি মসজিদের শিলান্যাস হবেই। রেজিনগর থেকে বহরমপুর এন এইচ ৩৪ ব্লক করে দেব। কোন শক্তি আছে দেখি, যে আটকে দেখাক।"

মুর্শিদাবাদ: গত কয়েকমাস ধরে বারবার শিরোনামে আসছেন হুমায়ুন কবীর। কখনও নিজের দল তৈরির কথা ঘোষণা করে দিচ্ছেন, আবার কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে মুচকি হেসে বেরিয়ে আসছেন। সম্প্রতি সেই হুমায়ুনের মুখে একটাই কথা, ‘বাবরি মসজিদ হবেই।’ সম্প্রতি সেই মসজিদ তৈরির শুরুতেই ধাক্কা খাওয়ায় সরব হয়েছেন তিনি। শাসক দলই অর্থাৎ তৃণমূলই তাঁকে বাধা দিচ্ছে! এমনটাই অভিযোগ হুমায়ুনের। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের আগেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন ভরতপুরের বিধায়ক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের কর্মসূচিতে যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তরে কোনও সাড়া দেননি হুমায়ুন। তিনি শুধু বলেন, “আমাকে দলের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে। যাব কি না, এখনই বলার সময় আসেনি। এখনই এর উত্তর দেব না।”
বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন বলেন, “বাধা দিচ্ছে প্রশাসন। শাসক দলের মদতে আসছে বাধা।” বেলডাঙার আইসি-র ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। বিধায়ক উল্লেখ করেন, রেজিনগরে শিল্পতালুক উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই জমি পড়েই আছে। ১৪ বছরে সেখানে কিছু হয়নি বলে অভিযোগ। হুমায়ুনের প্রশ্ন, ‘জগন্নাথ মন্দির করলে যদি বিতর্ক না হয়, বাবরি মসজিদে কীসের বিতর্ক!’
৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন। তিনি বলেছেন, “৬ তারিখ বাবরি মসজিদের শিলান্যাস হবেই। রেজিনগর থেকে বহরমপুর এন এইচ ৩৪ ব্লক করে দেব। কোন শক্তি আছে দেখি, যে আটকে দেখাক।”
যে ছ’বিঘা জমিতে হুমায়ুন বলেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর হবে, সেই জমিটি আদতে নিজামুদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তির। কেউ তাঁর থেকে এই জমি কেনেননি বলে দাবি করেছেন তিনি। এরপর রাতারাতি তিনি ওই জায়গা ঘিরেও দেন।
