SIR: খসড়া তালিকায় নাম নেই? কী কী নথি হাতের কাছে রাখবেন, কোথায় যাবেন
SIR Hearing: কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই ৫৮ লক্ষের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। সামনে এল সেই পূর্ণ তালিকা।

কলকাতা: মঙ্গলবার সকাল প্রথমেই প্রকাশিত হয়েছে বাদ যাওয়া নামের তালিকা। তারপর প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা। অর্থাৎ যে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে, সেটাও যেমন দেখা যাচ্ছে, তেমনই সামনে এসেছে লিস্টে থাকা নাম। মৃত, নিখোঁজ বা স্থানান্তরিত ভোটারদের নাম তো বাদ পড়েছে, কিন্তু সমস্যায় পড়েছেন তাঁরা, যাঁরা নিজেদের নাম খসড়া তালিকায় দেখতে পাচ্ছেন না।
কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে। সেখানে কী নিয়ে যাবেন, কোথায় যেতে হবে, সব তথ্য একনজরে।
১. ফর্ম ৬ পূরণ করতে হবে। অনলাইনেই ওই ফর্ম পূরণ করতে পারবেন। অফলাইনেও জেলাশাসকের দফতর থেকেও সংগ্রহ করা যাবে ফর্ম ৬।
২. ফর্ম ৬ জমা দেওয়ার পর শুনানিতে ডাকলে জন্মের প্রমাণপত্র দেখাতে হবে।
৩. কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে ভোটার নিজেকে প্রমাণ করতে পারলেই নাম তালিকায় তুলে দেওয়া হবে।
৪. খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর ৪ থেকে ৭ দিনের মধ্যে নোটিস যাবে নাম না থাকা ভোটারের কাছে।
৫. কমিশনের সফটওয়ারের মাধ্যমেই ওই নোটিস পাঠানো হবে।
৬. নির্দিষ্ট দিনে যেতে না পারলে বিকল্প দিনে হাজির হতে হবে ভোটারকে।
৭. স্থানীয় সরকারি দফতরেই শুনানি হবে বলে সূত্রের খবর।
৮. একদিনে অন্তত ১০০ জনের শুনানি হবে। প্রয়োজনে বাড়ানো হতে পারে সংখ্যাটা।
৯. সেই নথির ডিজিটাইজেশন হবে। তারপর সেই নথির অডিট হবে।
১০. ১ জন ইআরও ও ১০ জন এইআরও থাকবেন শুনানির দায়িত্বে।
