AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: এসআইআর-এর খসড়া প্রকাশের দিন ইস্তফার ইচ্ছাপ্রকাশ ক্রীড়ামন্ত্রী অরূপের, শোকজ নোটিস পেলেন রাজীব কুমার

| Updated on: Dec 16, 2025 | 3:07 PM
Share

Breaking News in Bengali Live Updates: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে দেখা যাচ্ছে কার নাম রয়েছে। পাশাপাশি ভোটাররা সিইও-র ওয়েবসাইটেও খুঁজে নিতে পারবেন নিজের নাম। মৃত, স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। বাদ যাচ্ছে ভুয়ো ভোটারদের নামও।

West Bengal News Today Live: এসআইআর-এর খসড়া প্রকাশের দিন ইস্তফার ইচ্ছাপ্রকাশ ক্রীড়ামন্ত্রী অরূপের, শোকজ নোটিস পেলেন রাজীব কুমার

LIVE NEWS & UPDATES

  • 16 Dec 2025 03:00 PM (IST)

    অরূপ বিশ্বাসের ইস্তফা?

    • ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে।
    •  তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই তদন্তের স্বার্থেই তিনি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
    • এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। কুণাল বলেন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন।
    • এদিকে, মেসি-কাণ্ডে শোকজ করা হয়েছে ডিজি রাজীব কুমারকে।
  • 16 Dec 2025 01:47 PM (IST)

    কালীঘাটে জরুরি বৈঠক

    •  নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যায় ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বাদ পড়তে পারে প্রায় ৪৫ হাজার নাম।
    • আপডেট হওয়া লিস্টে দেখা যাচ্ছে, ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০।
    • এর মধ্য়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ, মিত্র ইন্সটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এটি ২৬০ নম্বর বুথ।
  • 16 Dec 2025 12:19 PM (IST)

    শুনানিতে যাওয়ার আগে এই তথ্যগুলো জেনে নিন

    • কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে।
    • ফর্ম ৬ পূরণ করতে হবে। অনলাইনেই ওই ফর্ম পূরণ করতে পারবেন। অফলাইনেও জেলাশাসকের দফতর থেকেও সংগ্রহ করা যাবে ফর্ম ৬।
    • খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর ৪ থেকে ৭ দিনের মধ্যে নোটিস যাবে নাম না থাকা ভোটারের কাছে।
    • একদিনে অন্তত ১০০ জনের শুনানি হবে। প্রয়োজনে বাড়ানো হতে পারে সংখ্যাটা।
  • 16 Dec 2025 10:28 AM (IST)

    অফলাইনে কীভাবে চেক করবেন নাম

    • নাম খুঁজতে গেলে নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
    • যাঁরা লগ ইন করতে পারবেন না, যাঁরা ইন্টারনেট ব্যবহার করতে অক্ষম বা কোনও কারণে ওয়েবসাইট খুলবে না, তাঁদের অফলাইনে নাম চেক করতে হবে।
    • অফলাইনে চেক করতে গেলে সংশ্লিষ্ট এলাকার বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকার প্রিন্ট আউট পাঠানো হচ্ছে সব জেলার জেলাশাসকদের।
  • 16 Dec 2025 10:27 AM (IST)

    কীভাবে দেখবেন নাম?

    ঠিক যেমন ভাবে ২০০২ সালের তালিকা নিজের নাম খুঁজছিলেন ভোটাররা, এক্ষেত্রেও সেই একই নিয়ম। কমিশন প্রদত্ত ওয়েবসাইট- ceowestbengal.wb.gov.in/asd_SIRএ গেলেই দেখা যাবে নাম বাদের তালিকা। প্রথমেই ক্লিক করে চলে যান এই ওয়েবসাইটে।

    এখানে ক্লিক করে দেখে নিন নিজের নাম

  • 16 Dec 2025 10:19 AM (IST)

    প্রকাশিত তালিকা

    এবার এই আবহেই নাম বাদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল তাঁরা। তবে সেই খসড়া তালিকার আগে প্রকাশিত হল নাম বাদের তালিকা।

  • 16 Dec 2025 09:45 AM (IST)

    খসড়া তালিকা প্রকাশ, এবার হবে শুনানি

    • রাজ্যের প্রতিটি বিধানসভা এবং বুথভিত্তিক কত নাম বাদ পড়ল সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে এই ‘বাদের খাতায়’।
    • ওয়েবসাইটে ক্লিক করলেই ডাউনলোড করা যাচ্ছে সেই তালিকা।
    • গত ১১ ডিসেম্বরেই প্রাথমিক একটা তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু প্রায় প্রতিদিন সেটির তথ্য আপডেটের কাজ চলছিল।
    • এবার খসড়া তালিকা প্রকাশ হওয়ায় প্রাথমিকভাবে চূড়ান্ত তথ্য সামনে এল।
    • এরপর শুনানির সুযোগ থাকছে।

আজ, মঙ্গলবার নির্ধারিত দিনেই খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের কত ভোটারের নাম প্রথম তালিকায় জায়গা পেল না, তা এদিনই স্পষ্ট হয়ে যাবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। ভোটাররা সহজেই দেখে নিতে পারবেন, খসড়া তালিকায় নাম আছে কি না।

Published On - Dec 16,2025 9:41 AM

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে