AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan Mullick: কাঞ্চন কি এবার টিকিট পাবেন না? কী বললেন অভিনেতা?

Kanchan Mullick: তৃণমূলে 'সেলিব্রিটি' প্রার্থী নতুন বিষয় নয়। মিমি চক্রবর্তী, নুসরত জাহান থেকে শুরু করে লাভলি মৈত্র, অদিতি মুন্সি- অনেকেই টিকিট পেয়েছেন। ২০২১-এ প্রথমবার বিধানসভা ভোটে টিকিট পান কাঞ্চন মল্লিক। তবে এই কয়েক বছরে একাধিকবার বিতর্কে উঠে এসেছে অভিনেতার নাম।

Kanchan Mullick: কাঞ্চন কি এবার টিকিট পাবেন না? কী বললেন অভিনেতা?
ফাইল ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 11:38 PM
Share

কলকাতা: ২০২১ থেকে ২০২৫। এই কয়েক বছরে অভিনেতা কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটেছে। সেই কারণেই বারবার শিরোনামে এসেছেন কাঞ্চন। তবে রাজনৈতিক জীবনে কতটা মন দিয়েছেন কাঞ্চন মল্লিক? পরবর্তী বিধানসভা নির্বাচনে তাঁকে দল টিকিট দেবে তো? প্রশ্ন উঠছে। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়াতেও।

গত বছর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই তাঁদের কোলে এসেছে এক কন্যাসন্তান। বুধবার ছিল সেই কন্যার এক বছরের জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেতা। সেখানেই ভোটের টিকিট নিয়ে প্রশ্ন উঠতে অকপটে উত্তর দিলেন কাঞ্চন।

এবার যদি টিকিট না পান? এই প্রশ্ন করতেই কাঞ্চন মল্লিক উত্তরে বলেন, “২০২১-এর টিকিট পাওয়ার জন্য আমি কোথাও দৌড়ইনি। এটা আমার উপরি পাওনা। এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। সবই তাঁর ইচ্ছে।” টিকিট যে তিনি আশাও করছেন না, সেটা বুঝিয়ে দিলেন কাঞ্চন। তিনি বলেন, “আগেও কোনও আশা ছিল না, এখনও নেই। টিকিট না পেলে অভিনয় করব। আগেও অভিনয় করতাম, এখনও করছি।”

তৃণমূলে ‘সেলিব্রিটি’ প্রার্থী নতুন বিষয় নয়। মিমি চক্রবর্তী, নুসরত জাহান থেকে শুরু করে লাভলি মৈত্র, অদিতি মুন্সি- অনেকেই টিকিট পেয়েছেন। ২০২১-এ প্রথমবার বিধানসভা ভোটে টিকিট পান কাঞ্চন মল্লিক।

তবে এই কয়েক বছরে একাধিকবার বিতর্কে উঠে এসেছে অভিনেতার নাম। গত বছর সন্তানের জন্মের পর শ্রীময়ীর লক্ষ টাকার মেডিক্যাল বিল বিধানসভায় জমা দিয়েছিলেন কাঞ্চন। সেই বিল নিয়ে চলে তুমুল চর্চা। এরপর আরজি কাণ্ডের প্রতিবাদে যখন চিকিৎসকরা পথে নেমেছিলেন, তখন কাঞ্চন বলে বসেন, “সরকারি বেতনটা নিচ্ছেন তো? না কি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো?” এই মন্তব্যের পর একাধিক সহ অভিনেতা-অভিনেত্রীই কাঞ্চনের বিরুদ্ধে মুখ খোলেন। আর গত কয়েকমাস আগে চিকিৎসক নিগ্রহের অভিযোগ ওঠে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। নিজের ক্ষমতা দেখানোর পাশাপাশি চিকিৎসকের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ ওঠে কাঞ্চনের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সময় যখন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যোগ দিতে যান কাঞ্চন, তখন তাঁকে সবার মাঝে গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ। তারপর থেকেই আরও বেশি চর্চা শুরু হয় যে, কাঞ্চন আবার টিকিট পাবেন তো?

খেজুরের রস খাবেন? বড় কথা বলে দিলেন ডা. অরিন্দম বিশ্বাস
খেজুরের রস খাবেন? বড় কথা বলে দিলেন ডা. অরিন্দম বিশ্বাস
I-Pac কাণ্ডে ফাইল চুরির অভিযোগ, আদালতে নবান্নর সামনে ধর্নায় বসার আর্জি
I-Pac কাণ্ডে ফাইল চুরির অভিযোগ, আদালতে নবান্নর সামনে ধর্নায় বসার আর্জি
SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর
SIR শুনানিতে এবার ডাক পড়ল টুটু ও সৃঞ্জয় বসুর
রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
এন্টালি থেকে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা এনারুল শেখ
সেদিন প্রতীকের ঘরের ভিতর ঠিক কী করেন মুখ্যমন্ত্রী? ছবি দিল ED
সেদিন প্রতীকের ঘরের ভিতর ঠিক কী করেন মুখ্যমন্ত্রী? ছবি দিল ED
'ডিজিটাল যোদ্ধা'দের অভিষেক আজ কী কী বললেন শুনুন
'ডিজিটাল যোদ্ধা'দের অভিষেক আজ কী কী বললেন শুনুন
তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের
তিন বাহিনীর কাজের সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা অভিষেকের
IPAC-এ তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ED-র
IPAC-এ তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ED-র
SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন
SIR-এর শুনানির সংখ্যা কি আরও বাড়ছে? আরও ২০০০ মাইক্রো-অবজারভার আসছেন