SIR in Bengal: আন-ম্যাপড ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত বাদ যেতে চলেছে কত নাম? কী বলছে কমিশন?
SIR: জেলাওয়ারি পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে নদিয়া। এই জেলাতেই বাদ পড়ার সম্ভাব্য সংখ্যা এখনও পর্যন্ত অন্য জেলার থেকে সবথেকে বেশি। মতুয়া অধ্যুষিত এই জেলাতেই এখনও পর্যন্ত প্রায় ৯ হাজারের বেশি মানুষের নাম কাটা যেতে পারে।

কলকাতা: রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝেই এল বড় খবর। আন-ম্যাপড ভোটারদের শুনানি পর্বে রাজ্যে প্রায় সাড়ে এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য বলছে, আন-ম্যাপড ভোটারদের শুনানি পর্বে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার ৪৭২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। শুনানিতে তাঁরা কোনও ধরনের নথিই দেখাতে পারেননি বলে জানা যাচ্ছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
জেলাওয়ারি পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে নদিয়া। এই জেলাতেই বাদ পড়ার সম্ভাব্য সংখ্যা এখনও পর্যন্ত অন্য জেলার থেকে সবথেকে বেশি। মতুয়া অধ্যুষিত এই জেলাতেই এখনও পর্যন্ত প্রায় ৯ হাজারের বেশি মানুষের নাম কাটা যেতে পারে। নথিপত্র দেখাতে না পারার কারণে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাতিলের মুখে। নদিয়ার পরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে হুগলির নাম। সেখানে এখনও পর্যন্ত প্রায় ১০০০ জনের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের আধিকারিকরা এই ভোটারদের জমা দেওয়া তথ্য ও নথিপত্র খতিয়ে দেখছেন।
যদিও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে, এটা প্রাথমিক ট্রেন্ড, শুনানি প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই নাম বাদ পড়ার এই সংখ্যাটি চূড়ান্ত তালিকায় আরও পরিবর্তন হতে পারে। মূলত যে সমস্ত ভোটারদের ঠিকানার সঙ্গে ছবির বা তথ্যের সঠিক সামঞ্জস্য পাওয়া যায়নি তাঁদেরই শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে বৈধ নথি পেশ করতে না পারাতেই এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষের নাম বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে।
