Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকা নিতে প্রবীণদের নামের তালিকা তৈরি হচ্ছে কলকাতায়

'দুয়ারে সরকার' কর্মসূচি থেকে এমনটাই জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

টিকা নিতে প্রবীণদের নামের তালিকা তৈরি হচ্ছে কলকাতায়
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2021 | 7:47 PM

সায়ন্ত ভট্টাচার্য: কলকাতা পুরসভার যে পাঁচটি জায়গায় ভ্যাকসিন  (Vaccine) দেওয়া হচ্ছে, এবার থেকে সেখানে প্রবীণদের নাম নথিভুক্ত করা শুরু হবে। রবিবার চেতলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি থেকে এমনটাই ঘোষণা করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, “অনেক বয়স্ক আসছেন। কিন্তু এখন কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ রয়েছে। এরপর ধাপে ধাপে বাকিদের দেওয়া হবে। বয়স্করা চাইছেন তাঁদেরও যেন দ্রুত ভ্যাকসিন দেওয়া হয়। তাই কলকাতার পাঁচটি কেন্দ্রে শহরের ১৪৪টি ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের নাম নথিভুক্ত করা হবে। তারপর সেই তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে।”

আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী অরূপ রায়

ভ্যাকসিন কবে দেওয়া হবে সেটা নিশ্চিত করে জানাননি ফিরহাদ হাকিম। তিনি বলেন, “প্রাথমিক কাজটা সেরে রাখতে চাইছি। যাতে বয়স্কদের জন্য ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হলেই সেই তালিকা অনুযায়ী কাজ শুরু করে দেওয়া যায়।”