Suvendu Adhikari: ‘আমাদের ভাতা বৃদ্ধি চাই না’, বর্ধিত বেতনে ‘না’ শুভেন্দুদের

Assembly: এতদিন যে বিধায়ক ১০ হাজার টাকা পেতেন, এবার তাঁরা ৫০ হাজার টাকা পাবেন। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এবার পাবেন ৫০ হাজার টাকা। ক্যাবিনেট মন্ত্রীরা ১১ হাজার টাকা করে পেতেন, এবার ৫১ হাজার টাকা করে পাবেন।

Suvendu Adhikari: 'আমাদের ভাতা বৃদ্ধি চাই না', বর্ধিত বেতনে 'না' শুভেন্দুদের
শুভেন্দু অধিকারী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 7:58 PM

কলকাতা: পুজোর মুখে মন্ত্রী, বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। চার গুণ ভাতা বাড়িয়ে দিলেন বিধায়ক, পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা নিয়ে ইতিমধ্যেই নানামহলে প্রশ্ন উঠছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা সমর্থন করি না। আমরা আমাদের ভাতা বৃদ্ধি চাই না।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবথেকে কম।” এরপরই তিনি ঘোষণা করেন, মাইনে বাড়ানো হল মন্ত্রী, বিধায়কদের।

এতদিন যে বিধায়ক ১০ হাজার টাকা পেতেন, এবার তাঁরা ৫০ হাজার টাকা পাবেন। প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এবার পাবেন ৫০ হাজার টাকা। ক্যাবিনেট মন্ত্রীরা ১১ হাজার টাকা করে পেতেন, এবার ৫১ হাজার টাকা করে পাবেন। শুভেন্দু অধিকারী বলেন, যে সময় বিধায়কদের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, সে সময় তাঁরা অধিবেশনকক্ষে ছিলেন না।

শুভেন্দু অধিকারীর কথায়, “আমরা আশাকর্মী, আইসিডিএস কর্মী, ভিলেজ রিসোর্স পার্সন, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, ভোকেশনাল টিচার, কন্ট্রাকচুয়াল সকলের সমকাজে সমবেতন চাই। আমরা চাই মুখ্যমন্ত্রী তা ঘোষণা করুন। আমরা চাই সরকারি কর্মচারি, পুলিশ, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার সকলের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হোক। আমরা চাই ৫০০-১০০০ ভাগাভাগি না করে পশ্চিমবাংলার প্রত্যেক মাতৃসম্প্রদায়কে ২ হাজার টাকা করে দেওয়া হোক।”

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “কোন যুক্তিতে দিদির দলের বিধায়কদের এত বেতন বাড়ানো হচ্ছে আমরা জানতে চাই। এত চুরি করেও যদি পেট না ভরে কিছু বলার নেই।” সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “কর্মীদের ন্য়ায্য পাওনা ডিএ দেয় না। কিন্তু মন্ত্রী, এমএলএদের মাইনে বাড়ায়।”