মদনের গলায় টিউমার, তিন নেতার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক সারল মেডিক্যাল বোর্ড
সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) গলাতেও একটা সমস্যা আছে। তবে তাঁরা বাড়ি থেকেই চিকিৎসা করাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
কলকাতা: নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়। গতকাল, শুক্রবার হাইকোর্টের রায়ে প্রত্যেককেই গৃহবন্দি হয়ে থাকার কথা বলা হয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ওই তিনজনকে হাসপাতালে রাখা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। আজ, শনিবার সকালেই চিকিৎসকেরা ওই তিন নেতার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসেন।
এ দিনের বৈঠকের পর চিকিৎসক বেরিয়ে জানিয়েছেন, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায় দু’জনের গলাতেই সমস্যা রয়েছে। যদিও ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন তিনি। চিকিৎসক জানান, মদনের গলায় রয়েছে একটি ছোট টিউমার, তবে সেটি অপারেশন করার প্রয়োজন নেই। শুরু হবে স্পিচ থেরাপি। আর সুব্রত মুখোপাধ্যায়ের গলাতেও সমস্যা আছে। সেই সমস্যা আগে থেকেই ছিল। যার জেরে দীর্ঘক্ষণ কথা বলতে অসুবিধা হয় মন্ত্রীর। তবে এ ক্ষেত্রেও স্পিচ থেরাপিতেই কাজ হবে। তাঁরা বাড়িতে থেকে চিকিৎসা করাবেন কিনা, তা জানাননি চিকিৎসক।
আরও পড়ুন: ভাল আছেন বুদ্ধবাবু, করছেন খাওয়া-দাওয়াও, কিন্তু চিন্তায় রাখছে সাইটোকাইন ঝড়
নারদ-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিযুক্ত চার নেতা। একাধিক শারীরিক সমস্যার সঙ্গে যুক্ত হয় মানসিক উদ্বেগ। আর তাতেই অসুস্থ হয়ে পড়েন নেতারা। ইতিমধ্যেই পরীক্ষা করে ধরা পড়েছে, সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়। অন্য দিকে, কোভিড সারলেও ক্ষত থেকে গিয়েছে মদন মিত্রের ফুসফুসে পরীক্ষার পর শুক্রবার এ কথা জানিয়েছেন চিকিৎসকেরা। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাঁরা। তবে চিকিৎসকদের কথা না শুনেই আজই বাড়ি ফিরতে চেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। অন্য দিকে, প্রেসিডেন্সি জেলে ছিলেন ফিরহাদ হাকিম। তিনি গতকাল, হাইকোর্টের রায় বেরনোর পর বাড়ি ফিরেছেন।