AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cabinet Meeting: রাজ্যে বাড়ছে সরকারি চাকরির সুযোগ! ৪৮৬ টি নতুন পদ তৈরি করলেন মমতা

Cabinet Meeting: একাধিক সরকারি দফতরে এই পদ তৈরি করা হচ্ছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

Cabinet Meeting: রাজ্যে বাড়ছে সরকারি চাকরির সুযোগ! ৪৮৬ টি নতুন পদ তৈরি করলেন মমতা
ইস্তেহার প্রকাশ করল তৃণমূল
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 12:12 AM
Share

কলকাতা : রাজ্যে তৈরি হচ্ছে একাধিক শূন্যপদ। বাড়ছে চাকরির সুযোগ। আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মোট ৪৮৬ টি নতুন পদ তৈরি হচ্ছে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে। সেই সব পদে নতুন নিয়োগ হবে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রায় ৪৮৬ টি নতুন পদ তৈরি করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে। পঞ্চায়েত দফতরে তৈরি হচ্ছে নতুন ৪৩৭ টি পদ। নারী ও শিশু কল্যান দফতরের বিভিন্ন পদে ৩ জনকে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দফতরে বিভিন্ন পদে ৫ জনকে, স্বরাষ্ট্র দফতরে বিভিন্ন পদে ৪০ জনকে, অর্থ দফতরে ১ জনকে নতুন পদে নিয়োগ করা হবে।

এ দিন মন্ত্রিসভার বৈঠকে সাইকেল কারখানা তৈরি করার বিষয়েও আলোচনা হয়েছে, সেখানেও তৈরি হতে পারে কর্মসংস্থান। রাজ্যে সাইকেল কারখানা গড়ার উদ্যোগের কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উদ্যোগের পথে আরও একধাপ এগোল রাজ্য। আজ বৃহস্পতিবার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এ দিন মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, এবার দরপত্র গ্রহণের কাজ শুরু হবে।

রাজ্যে সাইকেল কারখানা করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কারখানা গড়তে আগ্রহও দেখায় একাধিক সংস্থা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উল্লেখ করা হয়। সাইকেল কারখানা গড়ার জন্য রাজ্য এবার বিভিন্ন সংস্থার থেকে দরপত্র চাইবে। এর জেরে রাজ্যে বহু কর্মসংস্থান তৈরি হবে বলেই আশাবাদী রাজ্য সরকার।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের বৈঠকে বুঝিয়ে দিয়েছেন, পুরভোটে ওয়ার্ডের বাইরের লোকের উপস্থিতি বরদাস্ত করা হবে না। কলকাতার বাইরের নেতারা শুধু প্রচারে আসতে পারবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের অন্দরে এই বিষয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Gurugram Murder: বাড়ির দরজায় প্রস্রাবের প্রতিবাদ, বাবাকে পাথর দিয়ে থেতলে খুন মদ্যপ ছেলের