Mamata on SIR: ‘বলে দেওয়া হচ্ছে Not Found’, একগুচ্ছ অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার
Election Commission: এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মাত্র ২ মাসে এসআইআর প্রক্রিয়া শেষ করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। হিয়ারিং শুরু হওয়ার পর ভোটারদের হয়রানির অভিযোগ তুলেও মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন।

কলকাতা: ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন। ফের একবার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মমতা। সঙ্গে একগুচ্ছ সমস্যার কথা জানিয়েছেন।
গত শনিবার জ্ঞানেশ কুমারের উদ্দেশে চতুর্থ চিঠিটি দিয়েছিলেন মমতা। তিন পাতার চিঠিতে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন তিনি। অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব-কে কেন হিয়ারিংয়ের নোটিস পাঠানো হল? ৭৭ জনের মৃত্যুর দায় কে নেবে? এই সব প্রশ্ন তোলেন তিনি। আর এবার মমতার দাবি, যোগ্যতা প্রমাণে ভোটাররা যথাযথ নথি দিলেও তা গ্রহণ করা হচ্ছে না।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভোটাররা তাঁদের যোগ্যতার প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, জমা দেওয়া নথির জন্য কোনও যথাযথ স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে এই নথিগুলিকে Not Found হিসেবে দেখানো হচ্ছে অথবা বলা হচ্ছে রেকর্ডে নেই। সেই অনুসারে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে।” এভাবে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ মমতার। সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৮-১৯ হলেই হিয়ারিংয়ে ডেকে কেন হয়রানি করা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন মমতা। শেষ দেওয়া চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা লিখেছেন, “ শুনানির নোটিস জারি করা সব ভোটার ইতিমধ্যেই ২০০২ সালের ভোটারকেই তালিকার সঙ্গে ম্যাপ করা হয়েছে, তাই এই ধরনের ক্ষেত্রে শুনানির নোটিশ জারি করার কোনও প্রয়োজন নেই।”

