Museum at Assembly: বাংলার রাজনৈতিক পালাবদলের ইতিহাস নিয়ে খুলছে বিধানসভার সংগ্রহশালা

Museum at Assembly: এতদিন পর্যন্ত যতজন বাংলায় রাজ্যপাল হিসেবে কাজ করেছেন, যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন ও স্পিকার হয়েছেন, তাঁদের সবার সম্পর্কে ছবি ও তথ্য থাকছে সেখানে। পরপর সব মুখ্যমন্ত্রীদের ছবি তো থাকছেই।

Museum at Assembly: বাংলার রাজনৈতিক পালাবদলের ইতিহাস নিয়ে খুলছে বিধানসভার সংগ্রহশালা
নিজস্ব চিত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 9:44 PM

কলকাতা: কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এর। ২৫ কোটি টাকা খরচে তৈরি সেই ভবনের বেসমেন্ট খুলে যাচ্ছে মিউজিয়াম। সোমবার এই মিউজিয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার নিজস্ব একটি সংগ্রহশালা পাচ্ছে রাজ্যের বিধানসভা। বাংলার নানা ঐতিহাসিক ঘটনা, নবজাগরণের কথা জায়গা পাবে এই সংগ্রহশালায়। এখানে জায়গা করে নিয়েছে বহু উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কাহিনি। রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধান চন্দ্র রায়ের মোমের মূর্তি। একেবারে মাদাম তুসোর আদলেই তৈরি করা হয়েছে সেই মূর্তি।

সোমবার বিকেলে ওই সংগ্রহশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা। ১৯৫২ সাল থেকে এখনও পর্যন্ত বাংলার রাজনৈতিক ইতিহাস স্থান পাবে এই সংগ্রহশালায়। এতদিন পর্যন্ত যতজন বাংলায় রাজ্যপাল হিসেবে কাজ করেছেন, যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন ও স্পিকার হয়েছেন, তাঁদের সবার সম্পর্কে ছবি ও তথ্য থাকছে সেখানে। পরপর সব মুখ্যমন্ত্রীদের ছবি তো থাকছেই। সেই সঙ্গে ২০১১ সালে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ছবি স্থান পেয়েছে সেখানে।

সূত্রের খবর, বাংলার রাজনৈতিক পালাবদল বা পট পরিবর্তনের ইতিহাস এই সংগ্রহশালায় গেলেই অনুধাবন করা যাবে। ফলে, কেউ বিধানসভার ইতিহাস বা রাজনীতি নিয়ে গবেষণা করতে চাইলে তাঁদের জন্য সংগ্রহশালায় থাকবে অনেক মূল্যবান তথ্য। জানা গিয়েছে, এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবে না বিজেপি।