Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে, বরকর্তা ফিরহাদ
Mamata Banerjee: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি পাহাড়ে যাচ্ছি কারণ আমার ভাইপো বিয়ে করছে একটা পাহাড়ি মেয়েকে। আমার ভাইপো নিজে ডাক্তার। আর ওর বরকর্তা ফিরহাদ হাকিম।" এ প্রসঙ্গে তুলে তিনি বলেন, "অনেকে পাহাড়কে বিচ্ছিন্ন করার কথা বলেন।"

কলকাতা: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মমতা জানান, তাঁর ভাইপোর বিয়ে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। গত বছরই দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর পরিবারের এক সদস্যর সঙ্গে পাহাড়ের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছে। ৭ ডিসেম্বর সেই বিয়ে বলেই জানা গিয়েছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি পাহাড়ে যাচ্ছি কারণ আমার ভাইপো বিয়ে করছে একটা পাহাড়ি মেয়েকে। আমার ভাইপো নিজে ডাক্তার। আর ওর বরকর্তা ফিরহাদ হাকিম।” এ প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অনেকে পাহাড়কে বিচ্ছিন্ন করার কথা বলেন।”
এর আগেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পাহাড়-সমতলকে এক নজরে দেখে তাঁর সরকার। ব্যক্তিগতভাবেও তিনি এই বিশ্বাসে বিশ্বাসী। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার উত্তরবঙ্গে গিয়ে বলেছেন, তাঁর অভিধানে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। বরং তার কাছে একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহাড়ে গিয়ে একাধিকবার বলতে শোনা গিয়েছে, “আমাদের পরিবারের একজনের বিয়ে দিচ্ছি। পাহাড়ের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আপনাদের বাড়িই এখন আমার বাড়ি।” সূত্রের খবর, সেই অনুষ্ঠানেই যোগ দেবেন তিনি।
