WB Govt: কোনও বাড়ি যেন বাদ না যায়! ভোটের আগে দুটি আলাদা পোর্টাল তৈরি করল নবান্নের
WB Govt: ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের প্রাথমিক চাহিদা কে পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে নবান্ন। বাংলা বাড়ি থেকে নিয়ে সড়ক, জলসংযোগ, স্বাস্থ্য পরিকাঠামো সহ উন্নয়নমুখী কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৩ জনের একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে।

কলকাতা: রাজনৈতিক আবহই বলে দিচ্ছে, ভোটের আর বেশি দেরি নেই। বাবরি মসজিদ থেকে গীতাপাঠ, সবটাই ভোটের আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু ধর্মের রাজনীতি নয়, ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিতে এবার বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ বছরের খতিয়ান নিয়ে সদ্য ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মমতা। এবার সেই উন্নয়ন অবিলম্বে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন তিনি।
উন্নয়নের ছোঁয়া থেকে যাতে কোনও বাড়ি বাদ না যায়, বার বার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ২৬-এর নির্বাচনের বৈতরণী পার করতে সেই উন্নয়নকেই হাতিয়ার করতে চলেছে রাজ্যের শাসক দল। নির্বাচনের আগে জোড়া প্রকল্পের বাস্তবায়নের জন্য দরপত্র গ্রহণ করতে দুটি আলাদা পোর্টাল তৈরি করল নবান্ন।
নির্বাচন ঘোষণা হওয়ার আগে যাতে বাকি থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা যায়, তা প্রশাসনকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা এসআইআর (SIR)-এর কাজের জন্য রাজ্যের মানুষের কাজ যাতে বাধা না পায় সেটা লক্ষ্য রাখতে হবে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাজ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। বিশেষ করে মানুষের মৌলিক চাহিদা যেমন পানীয় জল, রাস্তাঘাট, আলো , বাংলার বাড়ি, সেতু নির্মাণ ও সংস্কারের কাজ সঠিক সময়ে শেষ করে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
অসম্পূর্ণ কাজগুলি ভোটের আগে শেষ করার জন্য টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার থেকে নতুন পোর্টালে ‘পথশ্রী’ প্রকল্পের দরপত্র গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন। নির্দেশিকা অনুযায়ী উন্নয়নের পাঁচালি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’ প্রকল্প এই দুটি উপরে বিশেষ জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন।
ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের প্রাথমিক চাহিদা কে পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে নবান্ন। বাংলা বাড়ি থেকে নিয়ে সড়ক, জলসংযোগ, স্বাস্থ্য পরিকাঠামো সহ উন্নয়নমুখী কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৩ জনের একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। পাশাপশি নতুন পৃথক দুটি পোর্টাল তৈরি করেছে নবান্ন।
