AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘২ কোটিরও বেশি কর্মসংস্থান, কমছে দারিদ্রতা’, ১৫ বছরের খতিয়ান তুলে ধরলেন মমতা

| Edited By: | Updated on: Dec 02, 2025 | 5:47 PM
Share

CM Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার আর মাত্র হাতে গোনা কয়েকমাস বাকি। শীঘ্রই 'পরিবর্তন'-এর ১৫ বছর সম্পূর্ণ হতে চলেছে। আরও এক বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই কাজের খতিয়ান তুলে ধরছেন মমতা। সরকারে আসার পর কী কী কাজ করেছেন, সেই তালিকাই এদিন তুলে ধরছেন মমতা।

CM Mamata Banerjee: '২ কোটিরও বেশি কর্মসংস্থান, কমছে দারিদ্রতা', ১৫ বছরের খতিয়ান তুলে ধরলেন মমতা

২০২৬-এর শুরুর দিকেই বঙ্গে বিধানসভা নির্বাচন। এদিকে, সদ্য শুরু হয়েছে বিশেষ নিবিড় পরিমার্জন। বাংলায় রাজনৈতিক চাপান-উতোর তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই ভিডিয়োতে দেখানো হল উন্নয়নের খতিয়ান। পুরো খতিয়ানকে মমতা নাম দিলেন ‘উন্নয়নের পাঁচালি।’

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Dec 2025 03:11 PM (IST)

    বিদেশি পর্যটকের নিরিখে বাংলা দ্বিতীয়?

    ২৪ কোটি দেশি বিদেশি পর্যটক এসেছে বাংলায় শুধু ২০২৫ এর অক্টোবরে। দেশের মধ্যে এখন দ্বিতীয়। হিন্দু মুসলিম শিখ ইশাই সব জাতি ধর্মের মানুষকে আমরা সম্মান করি তাই সব ধর্মের মানুষের জন্য আমরা কাজ করেছি। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ৬ কোটি ৫৬ লক্ষ পাট্টা দেওয়া হয়েছে।

  • 02 Dec 2025 03:07 PM (IST)

    উঠে এল মহাকাল মন্দির থেকে জগন্নাথ ধামের প্রসঙ্গ

    দিঘায় জগন্নাথ মন্দির হয়েছে, শিলিগুড়িতে হয়েছে মহাকাল মন্দির। হরিচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। সব উদ্বাস্তু কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। একইসঙ্গে গোটা রাজ্যেই অন্য়ান্য তীর্থক্ষেত্রগুলির উন্নয়নের খতিয়ানও তুলে ধরতে দেখা যায় মমতাকে। 

  • 02 Dec 2025 02:59 PM (IST)

    ৭ কোটি ৪১ লক্ষ মানুষের দুয়ারে রেশন

    রাজ্যে ৯ কোটি মানুষ খাদ্যসাথীর আওতায় রয়েছেন। ৭ কোটি ৪১ লক্ষ মানুষ দুয়ারে রেশন পাচ্ছে। এরইমধ্যে ডিমের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রের তুলোধনা করতে দেখা যায় মমতাকে। কেন হাস-মুরগির খাবারের দাম বাড়াচ্ছে কেন্দ্র সেই প্রশ্ন এদিন তুলতে দেখা যায় মমতাকে। 

  • 02 Dec 2025 02:54 PM (IST)

    মমতার মুখে গঙ্গাসাগর সেতু থেকে ঘাটাল মাস্টার প্ল্যান

    ১৪ বছরে ৯৯ লক্ষ পরিবারকে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। পানীয় জল প্রকল্পেও কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। ১ হাজার ৭০০ কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করেছি। ঘাটাল মাস্টার প্ল্যানেও অনেকটা কাজ করেছি।

  • 02 Dec 2025 02:51 PM (IST)

    ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব মমতা

    ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় মমতাকে। খানিক ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, রাস্তার টাকা বন্ধ করেছে কেন্দ্র। আমরা পথশ্রী প্রকল্পে ৬০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি। ১ লক্ষ ৩০ হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছি। কিন্তু কেন্দ্রের কাছে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা পায় রাজ্য।

  • 02 Dec 2025 02:48 PM (IST)

    লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রী-রূপশ্রীর খতিয়ান তুলে ধরলেন মমতা

    রাজ্যে ২ কোটি ২১ লক্ষ পরিবার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। ১ কোটি ছাত্রীকে দেওয়া হচ্ছে কন্যাশ্রী। রূপশ্রীর আওতায় ২২ লক্ষ মেয়ের বিয়ে হয়েছে। স্বাস্থ্যখাতে বাজেট ৬ গুণ বেড়েছে। ২ কোটি ৪৫ লক্ষ পরিবারকে স্বাস্থ্যসাথী দেওয়া হচ্ছে। আবাস যোজনায় ৬৭ লক্ষ ৬৯ হাজার বাড়ি তৈরি করা হয়েছে। মোট ১ কোটি বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। 

  • 02 Dec 2025 02:42 PM (IST)

    ১০০ দিনের কাজে আমরা এক নম্বরে ছিলাম: মমতা

    ১০০ দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম। ১০০ দিনের কাজ বন্ধ করায় কর্মশ্রী প্রকল্প চালু করেছি। কর্মশ্রী প্রকল্পে ৭০ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। ফিরে আসা ১ লক্ষ ৩১ হাজার পরিযায়ী শ্রমিককে সাহায্য করা হয়েছে।

  • 02 Dec 2025 02:39 PM (IST)

    বাংলা এখন গোটা দেশের মডেল: মমতা

    ক্ষুদ্র শিল্পে রাজ্যে ১ কোটি ৩০ লক্ষের বেশি কর্মসংস্থান। মহিলা পরিচালিত ক্ষুদ্র শিল্প এ রাজ্য়েই দেশের মধ্যে সর্বাধিক। ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী চালু করেছি। ২০১১ সালের তুলনায় কর আদায় বেড়েছে ৫.৩১ গুণ। কৃষি ক্ষেত্রে উন্নতি হয়েছে ৯.১৬ গুণ। বাংলা এখন সারা দেশের মডেল।

  • 02 Dec 2025 02:31 PM (IST)

    ১৪ বছরে রাজ্যে ২ কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে, খতিয়ান তুলে ধরলেন মমতা

    ২০২৩ সালের মধ্যে আমরা ১ কোটি ৭২ লক্ষ মানুষকে আমরা দারিদ্রসীমার উপরে তুলে এনেছি। ১৪ বছরে রাজ্যে ২ কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে বেকারত্বের স্থান ৪০ শতাংশ কমিয়েছি। ৬টি অর্থনৈতিক করিডর হচ্ছে। এর মধ্যে ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। 

  • 02 Dec 2025 02:24 PM (IST)

    দায়বদ্ধতার কথা মনে করালেন মমতা

    ২০১১ সালে বাংলার মা-মাটি-মানুষ যে দায়িত্ব তুলে দিয়েছিলেন, সেটা আজ প্রকাশ করা হল। ১৪ বছর ৬ মাস হল। আমাদের দায়বদ্ধতা রয়েছে। 

  • 02 Dec 2025 02:23 PM (IST)

    ইমনের উচ্ছ্বসিত প্রশংসা মমতার গলায়

    ইমনের গান শোনার পর তাঁর উচ্ছ্বসিত প্রশংসাও করতে দেখা যায় মমতাকে। সঙ্গে থাকা শিল্পীদেরও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি মমতা এও জানান দ্রুত এই গান বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে।

  • 02 Dec 2025 02:23 PM (IST)

    গ্রাম-বাংলার ইতিহাসের পাতায় ফিরে গেলেন মমতা

    আগে আমাদের মা-ঠাকুমারা সন্ধ্যাবেলা বসে পাঁচালি গাইতেন। পাঁচালির মধ্যে দিয়ে মানুষের ঘরে যে ভাষা, মাটির ভাষা সেগুলি মানুষ শুনতে পেত, পছন্দ করতেন। এখন তো সেসব প্রায় উঠে গিয়েছে। গ্রামের দিকে এখনও হয়। তুলসীতলায় প্রদীপ জ্বালানো, কেউ আজান করে, কেউ প্রণাম করে, কেউ চার্চে যায়। যে যার মতো করে। আগের দিনের সেই গৌরবকে গৌরবান্বিত করার জন্য পাঁচালি আকারে একটা ছন্দ বেঁধেছি। ইমন সেই গান পরিবেশন করবে। 

Published On - Dec 02,2025 2:13 PM