Corona Update: পরীক্ষা কম, তবুও চড়ছে সংক্রমণের গ্রাফ! রাজ্যে আক্রান্ত ৮৫৪

Corona: বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

Corona Update: পরীক্ষা কম, তবুও চড়ছে সংক্রমণের গ্রাফ! রাজ্যে আক্রান্ত ৮৫৪
কমল দৈনিক সংক্রমণ। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 9:31 PM

কলকাতা: আবারও বাড়ছে একদিনের সংক্রমণ (Covid-19)। পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমিতের দৈনিক সংখ্যা তো বাড়ছেই। তবে মাঝে মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে নমুনা পরীক্ষা কম হলেও সংক্রমণের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪০ হাজার ৩৩০।

এদিকে বুধবার একদিনে সংক্রমিতের সংখ্যা ছিল ৮৫৩। অথচ সেদিন নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪২ হাজার ১১৩টি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নমুনা কম পরীক্ষা হলেও একদিনের পরিসংখ্যানকে টেক্কা দিচ্ছে পরের দিন।

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮১৩ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। পজিটিভিটি রেট ২.১২ শতাংশ। বুধবারের তুলনায় পজিটিভিটি রেটও উপরে। এদিন ছিল ২.০৩ শতাংশ।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৪ জন। মৃত্যু: বুধবার-৫, বৃহস্পতিবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-৪।

কলকাতা– গতকাল আক্রান্ত ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৮ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-২।

আরও পড়ুন: Ajay Kumar Valla: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা, নজরে কি সীমান্ত?