AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID Update: একদিনে বাংলার সংক্রমণ হাজার ছুঁই ছুঁই, শীর্ষে কলকাতা

Covid19: বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ দাঁড়াল ৯৯০-এ। মৃত ৯।

COVID Update: একদিনে বাংলার সংক্রমণ হাজার ছুঁই ছুঁই, শীর্ষে কলকাতা
দেশে কমল সংক্রমণ (ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 10:35 PM
Share

কলকাতা: পর পর তিনদিন ঊর্ধ্বমুখী এ রাজ্যে দৈনিক সংক্রমণের পারদ। মঙ্গলবার যা ছিল ৮০৬, বুধবার তা বেড়ে ৯৭৬ হয়েছিল। বৃহস্পতিবার সেই দৈনিক সংক্রমণ দাঁড়াল ৯৯০-এ। অর্থাৎ আবারও বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। পর পর সংক্রমণ বেড়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্তের সংখ্যাটা ২৭৫। মঙ্গলবার ও বুধবার মহানগরে করোনা আক্রান্ত হয়েছিলেন যথাক্রমে ২৭২ ও ২৪৮।

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিনে করোনার বলি হয়েছেন ৯ জন। গত একদিনে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৪৫ জন। পজিটিভি রেট ২.১৮ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৩৭টি। নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। এখনও কোভিড বিধি না মানলে বিপদ থেকে আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে ইতিমধ্যেই সতর্কবার্তা শুনিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ:

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২১ জন। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-১।

আরও পড়ুন: School and College Reopening in West Bengal: সবদিক বিচার করে স্কুল খোলার সিদ্ধান্ত নিলে ভাল হতো, মত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর