‘রাত ২টোর সময় হাসপাতাল থেকে বলল অক্সিজেন নেই, জোগাড় করে আনুন’, কপালে হাত অসহায় স্বামীর

অভিযোগ, হাসপাতালে অক্সিজেন (Oxygen) তো মিলছেই না। উল্টে অক্সিজেনের সিলিন্ডার পর্যন্ত দেওয়া হচ্ছে না।

'রাত ২টোর সময় হাসপাতাল থেকে বলল অক্সিজেন নেই, জোগাড় করে আনুন', কপালে হাত অসহায় স্বামীর
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: May 11, 2021 | 8:28 AM

কলকাতা: অক্সিজেন সঙ্কটের চিত্রটা ক্রমেই প্রকট হচ্ছে। গড়িয়ার রেমেডির পর এবার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে অক্সিজেন সঙ্কটের অভিযোগ। রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদেরই অক্সিজেন জোগাড় করে নিয়ে আসতে হবে। এমনকী সিলিন্ডার পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে একের পর এক সঙ্কটে জর্জরিত গোটা দেশ। হাসপাতালে শয্যা, অক্সিজেন, ওষুধ, টিকা —সব ভাঁড়ারেই টান। রোগীরদের প্রাণ ওষ্ঠাগত। রোগীর পরিবারের অবস্থা তো আরও শোচনীয়। প্রিয়জনকে পরিষেবার অভাবে ছটফটিয়ে শেষ হয়ে যেতে দেখছেন বাড়ির লোকেরা।

এরইমধ্যে অক্সিজেন সঙ্কটের অভিযোগ উঠল বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। সোমবার এক মহিলাকে এখানে ভর্তি করা হয়। তাঁর পরিবারের লোকের অভিযোগ, রাতের দিকে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাত ২টোর সময় হাসপাতাল থেকে ওই মহিলার পরিবারকে জানানো হয় রোগীকে অক্সিজেন দিতে হবে। হাসপাতালে আর অক্সিজেন নেই। বাইরে থেকে রোগীর পরিবারকে তা নিয়ে আসতে বলে।

আরও পড়ুন: কেউ অসুস্থ হলেই শুধু একটা ফোন! টোটো নিয়ে হাজির হয়ে যাচ্ছেন সোনারপুরের দেবা

অভিযোগ, হাসপাতালে অক্সিজেন তো মিলছেই না। উল্টে অক্সিজেনের সিলিন্ডার পর্যন্ত দেওয়া হচ্ছে না। এদিকে বাইরে থেকে অক্সিজেন আনতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে, সিলিন্ডার নিয়ে আসতে হবে হাসপাতাল থেকেই। মহা সঙ্কটে পরিবার। চিকিৎসাধীন মহিলার স্বামীর কথায়, “আমার বউকে সোমবার শ্বাসের সমস্যা নিয়ে ভর্তি করি। অক্সিজেন নেই। ১০ মিনিট একে দিচ্ছে, পরে তা খুলে অন্যজনকে দিচ্ছে। সোমবার রাত ২টোর সময় বলছে অক্সিজেন লাগবে। কোথায় যাব আমরা? এদিকে বউয়ের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে।”