AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary Recruitment: ১৩,৪২১ শূন‍্যপদে নিয়োগ শুরু, বিকেল ৩টে থেকে শুরু আবেদনের প্রক্রিয়া

WB Primary Board: ২০১৭ সালে শেষবার প্রাথমিকে নিয়োগ হয়। তারপর থেকে আর হয়নি। প্রায় আট বছর পর আবারও প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হল। নিয়োগের দাবিতে বহুবার পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। এই আবহের মধ্যেই এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি পর্ষদের।

Primary Recruitment: ১৩,৪২১ শূন‍্যপদে নিয়োগ শুরু, বিকেল ৩টে থেকে শুরু আবেদনের প্রক্রিয়া
প্রাথমিকে নিয়োগImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 19, 2025 | 2:09 PM
Share

কলকাতা: প্রকাশ হল নিয়োগের বিজ্ঞপ্তি। সাত বছর পর নিয়োগ শুরু হচ্ছে প্রাথমিকে। ২০২২ সালে টেট পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশ হয় যথাসময়ে। কিন্তু নিয়োগ শুরু না হওয়ায় পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে প্রার্থীদের। অবশেষে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দিল পর্ষদ। বুধবার থেকেই শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া।

আজ, বুধবার বিকেল ৩ টে থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেবে পর্ষদ। মোট ১৩ হাজার ৪২১ শূন‍্যপদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ। সূত্রের খবর, শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা কোন জেলায় চাকরি চান, তা উল্লেখ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে। তবে মিডিয়াম ও ক্যাটাগরি খতিয়ে দেখে, কোথায় শূন্যপদ আছে, তার উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

wbbpe.wb.gov.in এই পোর্টালে গিয়ে ‘Application for Assistant Teachers in Primary Schools, 2025’ লিংকে ক্লিক করতে হবে। সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র (বেসিক) স্কুলে সহকারি শিক্ষক পদে আবেদন করা যাবে।

৫০ নম্বরের উপর মূল্যায়ণ হবে। এর মধ্যে মাধ্যমিকের জন্য থাকবে ৫, উচ্চ-মাধ্যমিকের জন্য দেওয়া হবে ১০ নম্বর। এছাড়া, টেট-এর জন্য থাকবে ৫ নম্বর, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জন্য থাকবে ৫ নম্বর। আর সাক্ষাৎকারের জন্য থাকবে ৫ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে ৫ নম্বর।