Weather Update: বিয়ের মরশুমে বৃষ্টির পূর্বাভাস, ফাল্গুনের শুরুতেই ভিজতে চলছে কোন কোন জেলা
Weather Update: বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। তা থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহওয়াবিদরা। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

কলকাতা: ফাল্গুনের শুরুতেই ভিজতে চলেছে বাংলা। বিয়ের মরশুমে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, ২০ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৯ ফেব্রুয়ারিও কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বুধ-বৃহস্পতি, দু’দিনই বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায়। ১৯ তারিখ থেকে বিশেষ করে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কুড়ি তারিখ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। তা থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহওয়াবিদরা। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদিও তারপর ফের শুকনো। ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই থাকছে। এখন উত্তুরে হাওয়ার হাত ধরে ঠান্ডা ফিরলেও তা সাময়িক বলেই মনে করা হচ্ছে। রবিবারের পর ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দু’দিন পর থেকেই আবার ঘুরে যাচ্ছে খেলা। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণবাতের জন্য উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে। সে কারণেই ফের পারার ঊর্ধ্বগ্রাফ দেখা যাবে।





