Sheikh Hasina: ফাঁসির সাজা শুনে কি ভেঙে পড়েছেন হাসিনা?
Bangladesh: আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারে ফাঁসির সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এই বিচারকে অনেকেই বলছেন, একটা প্রহসন। কিন্তু প্রশ্ন হল, এমন সাজার কথা শুনে হাসিনা কী করলেন? তিনি কি ভয় পাচ্ছেন নাকি পাল্টা চ্যালেঞ্জ ছু়ড়ে দিচ্ছেন মহম্মদ ইউনূসকে।
নেত্রীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন বাড়ছে আওয়ামি লিগের অন্দরে। কিন্তু সেই সাজা শোনার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী বলবেন, তা শোনার জন্য অধীর ছিল বাংলাদেশের মানুষ তথা আওয়ামি লিগের নেতারা।
সূত্রের খবর, ফাঁসির সাজা শুনেই মোটেই দমে যাননি হাসিনা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনূসকে। অনুগামীদের বলেছেন, ইউনূস তাঁকে নয়, বরং তিনিই ইউনূসকে ফাঁসি দেবেন। আর এ কথা শুনে আলাদা উদ্যম তৈরি হয়েছে তাঁর দলের সদস্যদের মধ্যে। নেত্রী যে কোনও অবস্থাতেই ছেড়ে কথা বলবেন না, তাঁর কথায় তা স্পষ্ট।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

