AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sinthi More: বরানগরের পর এবার সিঁথি! আবারও চলল গুলি

Sinthi More Gun Fire: কিছুদিন আগেই বরানগরে এক প্রৌঢ়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পেশায় পরিবহন কর্মী ওই ব্যক্তির নাম বিকাশ মজুমদার। তিনি বাসের কনডাকটর। বরানগর বাস ডিপোতেই ছিলেন তিনি। অভিযোগ সে সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

Sinthi More: বরানগরের পর এবার সিঁথি! আবারও চলল গুলি
সিঁথি মোড়ে গুলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 2:03 PM
Share

কলকাতা: আবারও খাস কলকাতায় গুলি! সিঁথি থানা এলাকায় শূন্যে গুলি এক ব্যক্তির। মঙ্গলবার রাতে সেভেন ট্যাঙ্ক এলাকায় এক ব্যক্তি অটো রাখাে বাড়ির সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটো সরানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অটো সরাতে বললে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, তারপরই অটোচালক পকেট থেকে বন্দুক বার করে শূন্যে গুলি চালিয়ে দেন। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ওই ব্যক্তির কাছে বন্দুক কোথা থেকে এসেছে, ওই অটোচালক আদৌ কোনও গ্যাং-এর সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগেই বরানগরে এক প্রৌঢ়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পেশায় পরিবহন কর্মী ওই ব্যক্তির নাম বিকাশ মজুমদার। তিনি বাসের কনডাকটর। বরানগর বাস ডিপোতেই ছিলেন তিনি। অভিযোগ সে সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাইকে করে দুই যুবক এসে গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

যদিও ওই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকেই আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, এর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তারও আগে বরানগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সিঁথি,বরানগর ওই চত্বরে পরপর এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকাবাসীরা। মঙ্গলবার রাতের ঘটনায় নতুন করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।