AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SLST Movement: স্বচ্ছ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে এসএলএসটি চাকরিপ্রার্থীরা

SLST: এর আগেও কালীঘাটে বিক্ষোভ দেখান ওই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা।

SLST Movement: স্বচ্ছ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে এসএলএসটি চাকরিপ্রার্থীরা
প্রতিবাদে এসএলএসটি চাকরি প্রার্থীরা। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 8:00 PM
Share

কলকাতা: অনস্পট কাউন্সেলিংয়ের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় বিক্ষোভ দেখালেন হবু শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার বিকেল ৪টে নাগাদ কালীঘাট মোড়ে এই বিক্ষোভ দেখান একদল চাকরিপ্রার্থী। মূলত বিক্ষোভকারীরা সকলেই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরি প্রার্থী তাঁরা। রাস্তা অবরোধ করে পথে বসে পড়েন তাঁরা। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালে তালিকায় এসএলএসটি উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। এমনকী তাঁদের অভিযোগ, মেধা তালিকায় যাঁদের নাম আগে রয়েছে তাঁদের বাদ দিয়ে হাতে গোনা কয়েকজনকে চাকরিতে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

এদিন বিকেলে হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি যাওয়ার জন্য মিছিল করে বের হন চাকরিপ্রার্থীরা। এদিকে কালীঘাট মোড়ে পুলিশ তাঁদের সামনে ব্যারিকেড করে। এরপরই রাস্তা আটকে সেখানেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করুন। পুলিশ তাঁদের বুঝিয়ে তুলে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রাস্তায় শুয়ে পড়েন কয়েকজন। অভিযোগ, এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। চরম উত্তেজনা ছড়ায় হাজরা চত্বরে। এক আন্দোলনকারী বলেন, “আমরা ২০১৬ সালে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিই। নবম থেকে দ্বাদশ স্তরের জন্য মেধা পরীক্ষা দিয়ে পাশ করেছি আমরা। আমাদের নিয়োগপত্র দেওয়ার কথা। অথচ তা দেয়নি। তাই আজ আমরা রাস্তায় এসে বসেছি। ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন মেধা তালিকা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। প্রয়োজনে আইন পরিবর্তন করে নেওয়া হবে। অথচ দু’ বছর পার হয়ে গেল, এখনও সুরাহা নেই। ১৮৭ দিন আমরা সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্দোলন করেছি। ১০ অগস্ট শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন। কেউ কোনও কথা রাখেনি।”

এর আগেও কালীঘাটে বিক্ষোভ দেখান ওই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে প্রথম তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁরা কেউ চাকরি পাননি। তার প্রেক্ষিতে তাঁরা অনশন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিও দেন। তারপরও চাকরি না মেলায় এই বিক্ষোভ।

শুধু মুখ্যমন্ত্রী নন, সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাড়ির সামনেও বিক্ষোভ দেখান এই প্রার্থীরা। নিয়োগে স্বচ্ছতার দাবি তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও চাকরি মেলেনি। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁদের বলেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিশ্চই ব্যবস্থা করবেন। সেই কথা মাথায় রেখেই কালীঘাটে যান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: ‘যাঁরা পিছনের দিকে র‌্যাঙ্ক করেন সেই আইএএসরা এ রাজ্যে আসতে রাজি হন’, ফের মমতার সমালোচনায় বিজেপির সুকান্ত