Kolkata Municipal Election 2021: স্মৃতি ইরানি, গিরিরাজ সিং সহ ‘স্টার’দের নিয়ে এসে পুরভোট জিততে মরিয়া শুভেন্দু-সুকান্তরা
Kolkata Municipal Election 2021: হাতে সময় আর খুব বেশি নেই। বিজেপি প্রচারে পুরভোটেও দিল্লি থেকে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কলকাতা : বিজেপি চেয়েছিল রাজ্যের সবকটি পুরসভায় একসঙ্গে ভোট হোক। যদিও বিজেপির সেই দাবি খাটেনি, তাই বলে পুরভোটে কোনও খামতি রাখতে চায় না গেরুয়া শিবির। একুশের বিধানসভায় পদ্ম শিবিরে তারকা প্রচারকদের রমরমা দেখা গিয়েছে। রাজ্য জুড়ে একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। উপনির্বাচনেও দিল্লি থেকে এসেছিলেন নেতা-মন্ত্রীরা। পুরভোটেও বাদ যাবে না সেই প্রচারের জাঁকজমক। এবার তারকা প্রচারকের তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি, গিরিরাজ সিং-এর মতো দিল্লির নেতা-মন্ত্রীরা। পাশাপাশি এ রাজ্যের শীর্ষ নেতৃত্বকেও দেখা যাবে ভোটের প্রচারে।
কলকাতা পুরভোটের জন্য ২০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার। তবে পুরভোটের প্রচারে গুরুত্ব পেয়েছে রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও প্রচারে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের কো- অবজারভার অমিত মালব্য।
এছাড়াও শহর জুড়ে প্রচার সভায় দেখা যাবে রামকৃপাল যাদব, দেবশ্রী চৌধুরী, এস এস আলুওয়ালিয়া, দীনেশ ত্রিবেদী, মনোজ তিওয়ারি, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়ের মতো সাংসদদের। থাকবেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্য নেতৃত্বের মধ্যে প্রচারের ময়দানে দেখা যাবে শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, মাফুজা খাতুনকে।
পুরভোটকে মোটেই কম গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। শাসক শিবিরে চলছে জোর প্রস্তুতি। শুধু ভোটে জেতাই লক্ষ্য নয়। ভাবমূর্তি ঠিক রাখতেও মরিয়া তৃণমূল। তাই গেরুয়া শিবিরও শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়তে কোনও ফাঁক রাখতে চায় না।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভোট দানে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দিয়েছিলেন অভিষেক। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, ওয়ার্ডের বাইরের লোকের উপস্থিতি বরদাস্ত করা হবে না। কলকাতার বাইরের নেতারা শুধু প্রচারে আসতে পারবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের অন্দরে এই বিষয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। দলের নেতাদের উদ্দেশে বলেছেন, কলকাতার আশেপাশে যাঁরা থাকেন, তাঁরা এসে প্রচার করতে পারেন। তবে প্রচারের কাজ যেন শুধু বক্তৃতাতেই সীমাবদ্ধ থাকে, সেই বার্তাই দিয়েছেন তিনি। প্রচারে বক্তৃতা ছাড়া ওই নেতাদের আর কোনও ভূমিকা যেন না থাকে, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। সূত্রের খবর, মমতা বলেছেন, ‘নিজের কোমরের জোরে জিততে হবে। বাইরের কোনও লোক যেন ভোটের দিন কলকাতায় না বসে থাকে।’
তবে প্রচারের ময়দানে নামবেন খোদ মমতা। আগামী ১৫ ডিসেম্বর ফুলবাগান মোড়ে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার দলীয় প্রার্থীদের সমর্থনে হবে তাঁর এই সভা। ১৬ ডিসেম্বর পরপর দুটি সভা রয়েছে তাঁর। প্রথম সভাটি করবেন বাঘাযতীন যুব সংঘের মাঠে। যাদবপুর ও বাঘাযতীন সংলগ্ন এলাকার ওয়ার্ডগুলির জন্য প্রচার করবেন তিনি। দ্বিতীয় সভাটি রয়েছে বেহালায়।
আরও পড়ুন : Dilip Ghosh on Burdwan Municipal Chairperson Arrest Case: ‘আমরা চেয়েছিলাম CBI অ্যাক্টিভ হোক, এটা তো শুরু’