SSC Interview List Published: কে কে ডাক পেলেন? দেখে নিন এসএসসি-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা

SSC Interview List Out Today: এই তালিকায় রয়েছে প্রার্থীদের নাম। তার পাশেই রয়েছে তাঁদের রোল নম্বর। রয়েছে ওএমআর-এর পাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সঙ্গে রয়েছে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর এবং সবশেষে উল্লেখ রয়েছে ৮০-এর মধ্যে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী কত পেলেন সেটাও।

SSC Interview List Published: কে কে ডাক পেলেন? দেখে নিন এসএসসি-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা
প্রকাশিত তালিকাImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Nov 15, 2025 | 8:45 PM

কলকাতা: প্রকাশিত হল এসএসসি-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। শনিবার সন্ধ্যা নাগাদ এই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হল সংশ্লিষ্ট তালিকা।

এই তালিকায় রয়েছে প্রার্থীদের নাম। তার পাশেই রয়েছে তাঁদের রোল নম্বর। রয়েছে ওএমআর-এর পাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সঙ্গে রয়েছে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর এবং সবশেষে উল্লেখ রয়েছে ৮০-এর মধ্যে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী কত পেলেন সেটাও। মোট ১ হাজার ১৬১ পাতার এই তালিকায় নাম রয়েছে ২০ হাজার চাকরিপ্রার্থীর। বস্তুত, ১৪ই সেপ্টেম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পরের পর্যায়ে পৌঁছেছেন এই ২০ হাজার চাকরিপ্রার্থী। এবার পালা ইন্টারভিউ পর্বের।

তবে যাঁরা ইন্টারভিউ তালিকায় ঠাঁই পাননি, তাঁরাও দেখতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর। কমিশন সূত্রে জানা গিয়েছে, একাদশ-দ্বাদশ নিয়োগ প্য়ানেলের চাকরিপ্রার্থীদের একটি পৃথক রেজাল্টও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিন তালিকা প্রকাশের পরেই ‘ডিসেম্বর-প্রতিশ্রুতির’ কথা স্মরণ করিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’ পাশাপাশি, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৪ই সেপ্টেম্বর আয়োজন হয়েছিল এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার। রাজ্যের মোট ৪৭৮টি কেন্দ্রে চলেছিল পরীক্ষা গ্রহণ পর্ব। পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ৩৫টি বিষয়ে। প্রতি বিষয়ে মোট নম্বর ছিল ৬০। এসএসসি জানিয়েছিল, শিক্ষক নিয়োগে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। এদিকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন জানিয়েছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। তাঁদের মধ্যে ইন্টারভিউতে ডাক পেলেন ২০ হাজার চাকরিপ্রার্থী।