Sandeshkhali: ‘আমাকে যে ভাষায়…’, রেখা পাত্রকে কী এমন বললেন ফিরহাদ হাকিম, মুখ খুলল মহিলা কমিশনও
Firhad Hakim: শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাব দিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানিয়েছেন, জাতীয় মহিলা কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
কলকাতা: ‘রেখা পাত্রকে অপমান করার কোনও অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিমের। একজন মহিলা সম্পর্কে ওই শব্দ ব্যবহার করা উচিত হয়নি।’ রেখা পাত্র সম্পর্কে করা মন্তব্যের জেরে ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুমন্তব্যের জন্য ফিরহাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। তার জবাবে ফিরহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলল জাতীয় মহিলা কমিশনও।
বুধবার হাড়োয়ায় দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিম। সেখানে গিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরাজয় নিয়ে কটাক্ষ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।
এরপর প্রধানমন্ত্রীর দফতর, জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি জাতি জনজাতি কমিশনেকে ট্যাগ করে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকেও ট্যাগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, শুধু একজন মহিলাকে নয়, পৌণ্ড্র ক্ষত্রিয় জনজাতিকেও অপমান করা হয়েছে।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন রেখা পাত্রও। তিনি বলেন, “আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুবই নিন্দনীয়। অপমান করা হয়েছে, তা আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে অপমান করা হয়েছে। এই অপমান গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।”
Simply Outrageous !!! Mamata Govt Cabinet Minister Firhad Hakim has no right or authority to insult Smt. Rekha Patra. He should not only be severely reprimanded for uttering the disgusting word ‘MAAL’ while referring to a Lady but should also come under the legal scanner for… pic.twitter.com/IFYlh0vKEn
— Suvendu Adhikari (@SuvenduWB) November 6, 2024
এদিকে, শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাব দিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানিয়েছেন, জাতীয় মহিলা কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, “সন্দেশখালির মহিলাদের ওপর কী অত্যাচার হয়েছে, তা সবাই দেখেছে। এই মন্তব্য তাঁদের সম্মান ক্ষুণ্ণ করেছে। এটা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক।”
I am appalled by the statement made today by West Bengal minister Bobby Hakim. The whole world has witnessed the horrors faced by the women of #Sandeshkhali at the hands of Sheikh Shahjahan’s forces. Yet, Bobby Hakim showed no compassion for the cries, suffering, or incidents of… https://t.co/S5Rd6ZDmG6 pic.twitter.com/M7CCP1LUQA
— Dr. Archana Majumdar (@DrArchanaWB) November 6, 2024