Topsia Fire: তপসিয়ায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন, গেট বন্ধ থাকায় ঝলসে মৃত্যু বাবা-ছেলের

Topsia Fire:বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। ঘটনায় ঝলসে মৃত্যু বাবা-ছেলের। একজনের অবস্থা আশঙ্কাজনক।

Topsia Fire: তপসিয়ায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন, গেট বন্ধ থাকায় ঝলসে মৃত্যু বাবা-ছেলের
জতুগৃহ তপসিয়া (নিজস্ব চিত্র)
Follow Us:
| Updated on: Apr 13, 2023 | 10:02 AM

তপসিয়া: গতবছর জুতোর তপসিয়ার জুতোর গোডাউনে আগুন লেগে একপ্রকার জতুগৃহ পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার কয়েকমাস পর ফের জুতোর গোডাউনে আগুন। ঘটনাস্থল সেই তপসিয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। ঘটনায় ঝলসে মৃত্যু বাবা-ছেলের। একজনের অবস্থা আশঙ্কাজনক।

  1. দমকলের এক আধিকারিক বলেন, “ছোট একটা ১০০ স্কোয়্যার ফিটের মতো ঘর। ২টো শাটার ছিল। কোনওভাবে আগুন লেগে যায়।একজন নাকি শুনছি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আর দু’জন মারা গিয়েছেন।”
  2. মৃতদের নাম, মহঃ নাসিম আখতার ওরফে জসিম (৪৫)। অপরজনের নাম মহঃ আমির (২৫)।
  3. কিন্তু ওই তিনজনকে যখন বের করে আনা হয়েছে সেই সময় সম্পূর্ণ দগ্ধ ছিলেন তাঁরা। ফলে প্রাণে বাঁচানো যায়নি। সম্পর্কে এরা বাবা-ছেলে। আরও একজন ছেলে রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।
  4. স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাঁদের বের করে নিয়ে আসা হয়।
  5. তিনজনই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। তবে গেট বন্ধ থাকায় বেরিয়ে আসতে পারেননি।
  6. এ দিকে, আগুন লাগার পর এলাকাবাসী ছুটে যান ঘটনাস্থলে। তাঁরা দেখেন যে, ভিতরে রয়েছে তিনজন।
  7. সূত্রের খবর, একটি বাড়ির নীচে এই কারখানাটি অবস্থিত। সেখানেই তিনজন কাজ করছিলেন। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে।
  8. তবে এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার পরও দমকল দেরীতে এসে পৌঁছেছে।
  9. শেষ পাওয়া খবর অনুযায়ী (সকাল ১০টা) দমকলের ৪টি ইঞ্জিন এলাকায় পৌঁছয়।
  10. জানা গিয়েছে, রাত-ভর কাজের জন্য কারখানায় ছিলেন তিনজন।
  11. সেই কারণে প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
  12. যে কারখানায় আগুন লেগেছে সেখানে জুতোয় প্রিন্টিংয়ের কাজ চলত।