Election Commission: বাংলায় SIR শুরু হওয়ার পর তিন অভিনেতাকে বিশেষ শর্ত দিল নির্বাচন কমিশন
SIR in Bengal: আগে কমিশনের হয়ে দেশের আইকন হয়েছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পরে তিনি শর্ত মানতে পারছেন না বলে চিঠি লিখে সরে দাঁড়ান। আর এক অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি 'ম্যায় অটল হুঁ' ছবিতে অভিনয় করার জন্য কমিশনের কাজ থেকে সরে দাঁড়ান।

কলকাতা: এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে। কীভাবে ওই প্রক্রিয়ায় অংশ নিতে হবে, কোন নথি জমা দিতে হবে, কাদের নাম বাদ যেতে পারে- এই সব বিষয়ে সাধারণ মানুষকে বারবার সচেতন করছে কমিশন। বিভিন্নভাবে কমিশনের তরফে সেই প্রচার চালানো হচ্ছে। সেভাবেই একটি প্রচার ভিডিয়োও তৈরি করা হয়েছে। সেখানে তিন রয়েছেন তিন অভিনেতা। এবার তাঁদেরকেই বিশেষ নির্দেশ দিল কমিশন।
এসআইআর প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় কোনও রাজনৈতিক দলে যোগদান করতে পারবেন না টলিউডের ওই তিন অভিনেতা। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
এসআইআর এর প্রচার নিয়ে তৈরি ভিডিয়োতে গুপি-বাঘা আর শুন্ডির রাজার অভিনয় করেছেন টলিউডের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু। তিনজনেই টলিউডের পরিচিত মুখ। ফেসবুক, ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে। সূত্রের খবর, এই ভিডিয়ো করাতেই কমিশনের শর্ত মানতে হয়েছে তিন অভিনেতাকে। শর্ত অনুসারে এই তিন জন এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বা তাদের হয়ে কাজ করতে পারবেন না।
তবে এই প্রথম নয় এর আগে কমিশনের হয়ে দেশের আইকন হয়েছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পরে তিনি শর্ত মানতে পারছেন না বলে চিঠি লিখে সরে দাঁড়ান। আর এক অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ‘ম্যায় অটল হুঁ’ ছবিতে অভিনয় করার জন্য কমিশনের কাজ থেকে সরে দাঁড়ান। আপাতত টিলিউডের এই তিন অভিনেতা কয়েক মাস কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না।
