Geeta Path: ‘ভারতের জন্য এ এক নতুন ইতিহাস’, গীতাপাঠের কর্মসূচি থেকে বলছেন সাধু-সন্ন্যাসীর
Geeta Path in Kolkata: আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। এবার হয়ে গেল এক্কেবারে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। ব্রিগেড থেকেই এক সাধু বললেন, “আমরা তো সবাই ভারতবাসী। এই উপহার ভারতের জন্য। বিশ্বের শান্তি, ভারতের শান্তি, রাজ্য়ের শান্তির জন্য নতুন এক ইতিহাস সন্তরা তৈরি করতে চলেছে।”
কলকাতা: ৫ লক্ষ কণ্ঠে গীতপাঠ! নতুন রেকর্ডের পথে ব্রিগেড। এসেছেন বাগেশ্বর বাবার মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা। থাকছেন স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ। প্রধান অতিথি হিসাবে থাকার কথা সাধ্বী ঋতম্ভরার। মূল মঞ্চের পাশে তৈরি হয়েছে আরও দুটি মঞ্চ। আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। এবার হয়ে গেল এক্কেবারে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। ব্রিগেড থেকেই এক সাধু বললেন, “আমরা তো সবাই ভারতবাসী। এই উপহার ভারতের জন্য। বিশ্বের শান্তি, ভারতের শান্তি, রাজ্য়ের শান্তির জন্য নতুন এক ইতিহাস সন্তরা তৈরি করতে চলেছে।”

